বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ট্রলের শিকার হন নাজমুল হোসেন শান্ত। অধারাবাহিক পারফরম্যান্স এবং ফরম্যাটের চাহিদা অনুযায়ী ব্যাটিং না করতে পারায় তার প্রতি ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। এজন্য সুযোগ পেলেই শান্তকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধুয়ে দেন সমর্থকরা।
নাজমুল হোসেন শান্ত
চলমান বিপিএলে দারুণ সময় পার করছেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সের হয়ে নিয়মিত রানের দেখা পাচ্ছেন। অবশ্য ছোট ওভারের এই টুর্নামেন্টে তার স্ট্রাইকরেট নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তাই বরাবরই মতোই সমর্থকদের রোষানলে পুড়তে হচ্ছে এই বাঁহাতি ওপেনারকে। তবে শান্ত জানালেন, ভক্তদের এমন কাজের জন্য কষ্ট পেতে হয় তার পরিবারকে।
গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে ৬৬ বলে ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন শান্ত। এরপর সাংবাদিক সম্মেলনে এসে রাজশাহীর এই ক্রিকেটার জানালেন সমালোচনা নিয়ে তার কিছুই করার নেই, ‘পরিবর্তন হবে কিনা সেটা বলতে পারছি না। যার যার চিন্তা ভাবনা থেকে এসব বলে। এটা আসলে নিয়ন্ত্রণ করতে পারব না। পরিবর্তন হবে কি হবে না, এটা নিয়ে আমি বেশি চিন্তিতও না। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় আমার কিছু করার নাই।’
শান্ত আরও বলেন, ‘ট্রলের জন্য আমার জন্য যতটা না কঠিন তার থেকে বেশি কঠিন আমার পরিবারের জন্য। কারণ আমারও তো পরিবার আছে। আমি বিষয়টা যেভাবে বুঝি পরিবার তো সেভাবে বুঝে না। এজন্য তারা কষ্ট পায়, তাদের খারাপ লাগে। কারণ তারাও তো বাইরে যায়। এজন্যই আমি মাঝেমাঝে একটু আপসেট হয়ে যাই। কিন্তু যেটা বললাম, এটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারব না। অনেকেই জেনে না বুঝে কথা বলে ফেলে।’