আপনি পড়ছেন

দীর্ঘদিন ধরে অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে পাকিস্তান। এর ওপর প্রলয়ংকারী বন্যার কারণে দেশটির অর্থনীতি আরও বিপর্যয়কর অবস্থায় পড়েছে। এ অবস্থায় খরচ কমাতে সরকারি কর্মচারী এবং মন্ত্রীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ শরিফের সরকার। খবর জিও নিউজ।

10 salary cut pakistanপাকিস্তানে ১০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত হয়েছে

পাকিস্তানের ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি (যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজেই) গত বুধবার জানায়, অর্থনীতির দুরবস্থা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এর অন্যতম হচ্ছে সরকারি কর্মীদের বেতন কমানোর বিষয়টি।

এক্ষেত্রে সব পর্যায়ে মিলিয়ে ১০ শতাংশ পর্যন্ত বেতন কমানো হতে পারে সরকারি কর্মকর্তা-কর্মীদের। একই সাথে মন্ত্রীদের খরচও ১৫ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে।

pakistan blackoutপাকিস্তানে ব্ল্যাকআউট

বেশ কিছুদিন ধরে তারা তেল-গাসের সংকটেও ভুগছে। ফলে বিদ্যুৎ বাঁচাতে আগে থেকেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল সরকারি দপ্তরে দিনের বেলায় আলো জ্বালানোর ওপর ‘নিষেধাজ্ঞা’। সরকারের ক্যাবিনেট বৈঠকও করা হয়েছিল আলো, পাখা ছাড়াই। তাছাড়া রাত আটটার পর শপিং মল বন্ধ করা এবং রাত ১০টার মধ্যে বিয়ে বাড়ির আয়োজন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে।

সড়কগুলোতেও বাতির ব্যবহার কমিয়ে দেওয়া হয়েছে। কয়েক মাস আগে থেকেই দেশটির সর্বস্তরে এসি চালাতে বারণ করে দেওয়া হয়েছিল। সরকারি অফিসেও এ ঘোষণা কার্যকর করা হয়। এরপরও কয়েকদিন আগে বিদ্যুতের ব্ল্যাকআউটের ঘটনা ঘটে পাকিস্তানজুড়ে।

সে সময় অবশ্য বলা হয়, ট্রান্সমিশন লাইনে ত্রুটির কারণে লাহোর, করাচির মতো পাকিস্তানের প্রধান শহরগুলো বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণ হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি দেশটির বিদ্যুৎ সরবরাহ। গতকাল বেশ কিছু জেলায় দীর্ঘক্ষণ লোডশেডিং হয়। গত বছরের অক্টোবরেও পাকিস্তানের বহু জায়গায় বিদ্যুতের ঘাটতি দেখা গিয়েছিল।

এদিকে দেশটিতে বেতন কমানোর বিষয়টি নিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। কারণ পাকিস্তানে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, জনগণ এর জন্য ভুগছে আগে থেকেই। ডলারের দাম বেড়ে গিয়ে আড়াই শ’ পাকিস্তানি রুপিতে গিয়ে পৌঁছেছে। ফলে দেশের মূল্যস্ফীতি হয়েছে ব্যাপকহারে। চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দামই ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। এ অবস্থায় বেতন কমালে সরকারি কর্মীদের সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.