ঝড়-বৃষ্টিতে মাদাগাস্কারে ১৬ মৃত্যু, নিখোঁজ ১৭
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মাদাগাস্কারে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ’চেনেসো’ আঘাত ও তীব্র বৃষ্টিপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের আঘাতে তিনজন এবং স্থলভাগে ভারী বৃষ্টিপাতের ফলে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ভূমিধস হওয়ায় নিখোঁজ হয়েছেন ১৭ জন। সরকারের ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এ তথ্য জানিয়েছে। রয়টার্সের খবর।
ঘূর্ণিঝড় কবলিত মাদাগাস্কারের উপকূল
ঘুর্ণিঝড়টি প্রথমে স্থলভাগে আঘাত হানে। ঝড়টির উৎপত্তিস্থল ছিল ভারত মহাসাগরে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বৃষ্টি অব্যাহত রয়েছে। ঝড়টি দুই দিনেরও বেশি সময় ধরে পশ্চিমাঞ্চলীয় শহর মোরোন্ডাভায় আঘাত হানার পর গতি কমে যায়।
ইউরোপীয় কমিশনের সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ঝড় ও বৃষ্টির তীব্রতায় এখন পর্যন্ত মাত্র ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত এবং ১৩ হাজার বাড়ি ও ১০০ শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে মাদাগাস্কার এবং মোজাম্বিক প্রবল ঘূর্ণিঝড়ে আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ঝড়ে বাড়িঘর, অবকাঠামো এবং ফসল ধ্বংস করেছে। প্রতিবছর এই প্রাকৃতিক দুর্যোগে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়।
গত বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে মাদাগাস্কারে চারটি বড় বড় ঝড় আঘাত হানে। এসব ঝড়ে অন্তত ১৩৮ জন নিহত হয়। ধ্বংস হয় অন্তত ১ লাখ ২৪ হাজার ঘরবাড়ি এবং বাস্তুচ্যুত হয় প্রায় ১ লাখ ৩০ হাজার লোক।
মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের মৌসুম সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে। উপকূলীয় অঞ্চলগুলো বিশেষভাবে প্রভাবিত হয়। এ সময় দেশটির প্রত্যন্ত অঞ্চল দুর্গম হয়ে উঠতে পারে। ঘূর্ণিঝড়ের মওসুমে দেশটি সফরে গেলে স্থানীয় এবং আন্তর্জাতিক আবহাওয়ার আপডেটগুলো পর্যবেক্ষণ করা উচিত বলে মনে করেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বাটসিরাই এবং এমনাতি মাদাগাস্কারে আঘাত হানে। প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত পূর্ব, মধ্য এবং দক্ষিণ অঞ্চলের ভবন, রাস্তা এবং সেতুর ক্ষতি করে। বিশেষ করে মানঞ্জারি, মানাকারা এবং নোসি ভারিকার পূর্ব উপকূলে এবং আরএন৭ বরাবর ঝড়ের প্রভাব লক্ষ্য করা যায়।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.