আপনি পড়ছেন

ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো যুদ্ধ সরঞ্জামের মধ্যে বড় বড় অস্ত্র রয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ কিয়েভে ট্যাংক পাঠানোর কথা ঘোষণা করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমবার বলেছেন, তিনি রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবেন না। খবর টিআরটি ওয়ার্ল্ড।

f 16 fighter jet 2মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান এফ-১৬

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তিনি এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর পক্ষে নন। যদিও আগে থেকেই বিমানটি চেয়ে আসছে ইউক্রেন। তাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে যুদ্ধবিমানটি। তবে তিনি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধকে সমর্থন করার জন্য পোল্যান্ড সফর করবেন। কিন্তু কবে সফর করবেন তা তিনি স্পষ্ট করেননি।

এনবিসি নিউজ গত সপ্তাহে জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এক বছরের মাথায় প্রেসিডেন্ট বাইডেন পোল্যান্ডসহ ইউরোপীয় কয়েকটি দেশ ভ্রমণের পরিকল্পনা করছেন। যুদ্ধে ইউক্রেনকে সাহস যোগাতে তিনি এই সফরে কাজ করবেন। সেক্ষেত্রে ইউরোপের মিত্র দেশগুলোর কাছ থেকে ইউক্রেনের পক্ষে আরও সহায়তা কামনা করবেন তিনি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ডেনিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন দক্ষিণ ইউক্রেনের একটি শহর পরিদর্শন করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দক্ষিণ ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের ভবন পরিদর্শন করেছেন। এই অঞ্চলটি যুদ্ধ শুরুর প্রাথমিক পর্যায়ে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

জেলেনস্কি ও ফ্রেডেরিকসেন রাশিয়ার হামলা নিয়ে আলাপ-আলোচনাও করেন। তিনি ডেনমার্কের প্রধানমন্ত্রীকে জানান, রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে যাওয়া ইউক্রেনের অবকাঠামোগুলোর সংস্কার প্রয়োজন। ডেনিশ প্রধানমন্ত্রী এতে সাড়া দিয়েছেন। এ সময় তারা একটি বাণিজ্যিক সমুদ্র বন্দরের পাশাপাশি যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি হাসপাতালও পরিদর্শন করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.