আপনি পড়ছেন

ইসরায়েলের হাইফা বন্দর ভারতের আদানি গ্রুপের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির হাতে বন্দরটি হস্তান্তর করেন। এর অধিগ্রহণ মূল্য ১১৮ কোটি ডলার (১.২ বিলিয়ন)।

gautam adani netanyahuহাইফা বন্দর হস্তান্তর অনুষ্ঠানে বেনিয়ামিন নেতানিয়াহু ও গৌতম আদানি

হাইফা বন্দর রপ্তানি ক্ষেত্রে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বন্দর। গেল বছরের জুলাইয়ে যৌথভাবে এই বন্দর অধিগ্রহণের টেন্ডার পায় আদানি গোষ্ঠী। জানুয়ারিতে বন্দর কেনার প্রক্রিয়া শেষ হয়েছে। খবর এনডিটিভি।

সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চের প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের ব্যবসায়িক সাম্রাজ্য কেঁপে উঠেছিল। তবে আজ হাইফা বন্দরের দখল পেতে চুক্তিতে স্বাক্ষর করার জন্য বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গৌতম আদানিও হাজির হন।

এ সময় নেতানিয়াহু আদানি গ্রুপের সঙ্গে হাইফা বন্দর চুক্তিকে একটি 'বিশাল মাইলফলক' হিসেবে বর্ণনা করে বলেছেন, ‌'এটি অনেক উপায়ে দুই দেশের মধ্যে সংযোগকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।'

হাইফা বন্দর শিপিং কন্টেইনারের দিক থেকে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বন্দর এবং পর্যটন ক্রুজ জাহাজ চলাচলের সবচেয়ে বড় ক্ষেত্রে।

'আমি মনে করি এটি একটি বিশাল মাইলফলক। একশ বছরেরও বেশি আগে হাইফা শহরকে মুক্ত করতে সাহায্য করেছিল ভারতীয় সৈন্যরা। আজ এটি অত্যন্ত শক্তিশালী। ভারতীয় বিনিয়োগকারীরা হাইফা শহরকে স্বাধীন করতে সাহায্য করছে' বলে যোগ করেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেছেন আদানি তার 'ভালো বন্ধু'। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দৃঢ় করেছেন। সেই সঙ্গে তার মধ্যমে দিল্লির সঙ্গে সংযোগ স্থাপন, পরিবহন লাইন, বিমান পথ এবং সমুদ্রপথে সংযোগ ঘটিয়েছে।

অনুষ্ঠানে আদানি বলেছেন, তার গ্রুপ হাইফা স্কাইলাইনকে রূপান্তর করতে বন্দরে রিয়েল এস্টেটও বিকাশ ঘটাবে। তবে 'টাইকুন হিন্ডেনবার্গ সারি' সম্পর্কে কোনও মন্তব্য করেননি ৬০ বছর বয়সী ভারতীয় এ ধনকুবের। সম্প্রতি তার গ্রুপ স্টক থেকে ৭০ বিলিয়ন মূল্যের শেয়ার হারিয়ে গেছে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.