আপনি পড়ছেন

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ৩১ জানুয়ারি, মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক পত্রে তাদের বদলির আদেশ দেওয়া হয়।

meerjady sabrina floraঅধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

আদেশে বলা হয়, ডা. সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) থেকে সরিয়ে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক করা হয়েছে।

আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরাকে ২০২০ সালে করোনা মহামারির শুরুর সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তখন তিনি নিয়মিত করোনা ভাইরাস সংক্রান্ত সংবাদ ব্রিফিং করতেন। ২০২২ সালে ডা. সেব্রিনা ফ্লোরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিৎিসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসা শেষে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।

এছাড়া ডা. রাশেদা সুলতানাকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) করা হয়েছে।

অন্যদিকে অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদকে নিপসমের পরিচালক থেকে সরিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.