আপনি পড়ছেন

পবিত্র মক্কা নগরীর ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাগুলো নিয়ে নির্মিত ‘হেরা কালচারাল ডিস্ট্রিক্ট’ প্রকল্প চালু হয়েছে। গত রোববার ঐতিহাসিক হেরা পর্বত প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রকল্পটি উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল। কর্তৃপক্ষ দাবি করছে, এ প্রকল্প মুসলিম পর্যটকদের ধর্মীয় ও সাংস্কৃতিক ভ্রমণের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। খবর আরব নিউজ।

hera districtহেরা কালচারাল ডিস্ট্রিক্ট

অভিনব এই প্রকল্পের প্রশংসা করে রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটসের প্রধান সালেহ বিন ইবরাহিম আল-রশিদ বলেন, সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে পবিত্র মক্কা নগরীর ঐতিহাসিক স্থাপনা নিয়ে গড়ে ওঠা এই প্রকল্প মুসলিম পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে নিঃসন্দেহে আরও সমৃদ্ধ করবে।

সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে দ্য রয়েল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হলি সাইটসের সহযোগিতায় এবং সাময়া ইনভেস্টমেন্ট কোম্পানির তত্ত্বাবধানে জাবালে নুরসহ ঐতিহাসিক স্থানগুলো নিয়ে এ সাংস্কৃতিক কেন্দ্রটি তৈরি হয়। হিরা কালচারাল ডিস্ট্রিক নামের এই প্রকল্পের অবস্থান মক্কার ৬৭ হাজার বর্গমিটার এলাকাজুড়ে। এতে কোরআন মিউজিয়াম, মিউজিয়াম অব রিভিলেশন, মিউজিয়াম অব মাইগ্রেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক উপাদানের দেখা পাবেন পর্যটকরা।

the hira cultural district project in makkahহেরা কালচারাল ডিস্ট্রিক্টের একটি অংশ

কর্তৃপক্ষ জানিয়েছে, কোরআন মিউজিয়ামে পবিত্র কোরআনের সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যাবে। এর বাইরে সারাবিশ্বের মুসলিমদের জীবনে এর প্রভাব সম্পর্কে জানার পাশাপাশি কোরআনের প্রাচীন পাণ্ডুলিপিগুলোরও দেখা মিলবে এই মিউজিয়ামে। আবার মিউজিয়াম অব রিভিলেশন বিভাগে মহানবী মোহাম্মদের (স.) ওপর প্রথম ওহি অবতীর্ণের স্থান হেরা গুহার বাস্তব নমুনা উপভোগ করবেন দর্শনার্থীরা। এ বিভাগে প্রাক-ইসলামী যুগ থেকে বর্তমান পর্যন্ত সময়ের ইসলামের সংক্ষিপ্ত ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পারবেন তারা।

কর্তৃপক্ষ আরও জানায়, ইসলামের ঐতিহাসিক স্থান হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থানগুলোর মর্যাদা তুলে ধরাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। এটি সৌদির মক্কা শহরের রয়্যাল কমিশনের সরাসরি তত্ত্বাবধানে হিরা কালচারাল ডিস্ট্রিক্ট প্রকল্পের প্রথম ধাপ। এতে মক্কা প্রদেশ, সংস্কৃতি মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, মক্কা পৌরসভা, পিলগ্রিমস সার্ভিস প্রোগ্রাম ও এনডাউমেন্টের জেনারেল অথরিটি সহযোগিতা করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.