আপনি পড়ছেন

দুর্নীতির সূচকে রাশিয়ার চেয়ে এগিয়ে রয়েছে ইউক্রেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) মঙ্গলবার প্রকাশ করা ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)’-এ এই তথ্য উঠে এসেছে। ২০২২ সালের পরিস্থিতি বিবেচনায় বিশ্বের ১৮০টি দেশ নিয়ে এ তথ্য প্রকাশ করেছে টিআই। খবর কাউন্সিল অব ইউরোপের।

ukraine corruption indexফাইল ছবি

সিপিআইতে বেশি স্কোর করে কম দুর্নীতিগ্রস্থ দেশ হিসেবে এগিয়ে রয়েছে ইউক্রেন। সবচেয়ে দুর্নীতিগ্রস্থ তালিকা হিসেবে ২৮ স্কোর নিয়ে বৃহৎ শক্তি রাশিয়ার অবস্থান ১৫তম। অন্যদিকে ৩৩ স্কোর নিয়ে ইউক্রেনের অবস্থান ২০তম। স্কোর ও অবস্থানগত ব্যবধান ৫।

টিআইর প্রতিবেদন বলছে, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে সোমালিয়া। সিপিআই ১০০ স্কোরের মধ্যে দেশটি পেয়েছে ১২।

বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এর পরের অবস্থান দক্ষিণ সুদান ও সিরিয়া। তাদের স্কোর যথাক্রমে ১৩ ও ১৪। আর তৃতীয় অবস্থানে ভেনিজুয়েলা। ১৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ইয়ামিন এবং পঞ্চম অবস্থানে যৌথভাবে বুরুন্ডি, বিষুবীয় গিনি, হাইতি, লিবিয়া ও উত্তর কোরিয়া।

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম। বাংলাদেশের স্কোর ২০২১ সালের তুলনায় ১ পয়েন্ট কমে ২৬ থেকে ২৫ হয়েছে।

দুর্নীতিগ্রস্থ দেশ হিসেবে এক ধাপ অবনমন হয়েছে। যদিও তালিকায় উপরের দিক থেকে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ গত বছরের মতো ১৪৭তম রয়েছে বাংলাদেশ। ২৫ স্কোর নিয়ে বাংলাদেশের সাথে একই অবস্থানে রয়েছে ইরান ও গিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.