আপনি পড়ছেন

হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুল (৫৬)। আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোডে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

shafiqur rahman mukul policeঅতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুল

মৃত পুলিশ কর্মকর্তার গাড়িচালক পুলিশ সদস্য জাফর আলী জানান, মালিবাগ এসবি অফিস থেকে মিরপুরের ৬০ ফিট এলাকার বাসায় ফেরার পথে তাদের গাড়িটি তেজগাঁও লাভ রোডের কাছে পৌঁছলে একটি মোটরসাইকেল লেন পরিবর্তন করে হঠাৎ গাড়ির সামনে চলে আসে। এটি দেখে শফিকুর রহমান উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ানোর পরপর অজ্ঞান হয়ে পড়ে যান। তখন তাকে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.