রাশিয়ার তেলের দাম দিরহামে দিচ্ছে ভারত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া থেকে কেনা তেলের দাম দিরহামে পরিশোধ করছে ভারত। রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সমর্থন না করলেও ভারতীয় কোম্পানিগুলো সতর্কতা হিসেবে দুবাই-ভিত্তিক বিভিন্ন ট্রেডিং হাউসের মাধ্যমে কেনা রুশ তেলের মূল্য পরিশোধে ডলার পরিহার করছে। চারটি পৃথক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
রাশিয়ায় লোডিং পয়েন্টে তেলের সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছে জি৭
সংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সমর্থন করে না ভারত। রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রসহ জি৭ ও অস্ট্রেলিয়া যে মূল্যসীমা আরোপ করেছে, তাতেও সমর্থন দেয়নি ভারত। তারপরও ভারতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো রাশিয়ার সঙ্গে লেনদেনে সতর্কতা অবলম্বন করছে যাতে কোনোভাবে মার্কিন আইন লঙ্ঘন না হয়।
একটি সূত্র বলেছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তেলের মূল্য পরিশোধের জন্য দিরহামকে বেছে নেওয়া হয়েছে। এতে করে রাশিয়ার সরকার পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে নিজেদের অর্থনীতিকে ডলারমুক্ত করার যে উদ্যোগ নিয়েছে, সেটাও এগিয়ে যাচ্ছে।
সূত্র জানায়, এর আগে ভারতের কয়েকটি রিফাইনারি কোম্পানি রাশিয়া থেকে কেনা অপরিশোধিত তেলের মূল্য দুবাইয়ের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দিরহামে পরিশোধের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়। এতে করে তারা আবার রাশিয়াকে ডলারে পরিশোধ করতে বাধ্য হয়। তবে এখন ভারতের শীর্ষস্থানীয় ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) দিরহামে পেমেন্ট ক্লিয়ার করছে।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এসবিআইর ওভারসিজ শাখা রয়েছে। তবে দিরহামে রাশিয়ার পেমেন্ট ক্লিয়ার করার বিষয়ে এসবিআইর মন্তব্য জানতে চেয়ে সাড়া মেলেনি।
জি৭ আরোপিত মূল্যসীমার শর্ত অনুযায়ী, রাশিয়ায় লোডিং পয়েন্টে তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারের বেশি হলে সেই চালানের বীমাকরণ ও পরিবহনে পশ্চিমা ইন্স্যুরেন্স ও শিপিং কোম্পানিগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।
ভারতীয় কোম্পানিগুলো রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে সাধারণত ডেলিভারি খরচসহ মূল্য নির্ধারণ করে থাকে। এসবিআই সম্প্রতি ডলারে রাশিয়ার তেলের মূল্য পরিশোধে আগ্রহী কোম্পানিগুলোকে তেলের দাম ব্রেকডাউন করতে বলেছে, যাতে মূল দাম, পরিবহন খরচ ও বীমা মাশুল আলাদাভাবে দেখানো থাকে এবং মূল্যসীমা লঙ্ঘন না হয়।
ভারতীয় রিফাইনাররা রাশিয়া থেকে বেশিরভাগ তেল কেনে দুবাইভিত্তিক ট্রেডিং প্রতিষ্ঠান এভারেস্ট এনার্জি ও লিটাসকোর মাধ্যমে। রাশিয়ার তেল কোম্পানি লুকঅয়েলের সহযোগী প্রতিষ্ঠান লিটাসকো। দিরহামে তেলের মূল্য পরিশোধের বিষয়ে এভারেস্ট এনার্জি ও লিটাসকো কোনো মন্তব্য করেনি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.