আপনি পড়ছেন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া কয়েকজনসহ হাজার হাজার বন্দীকে ক্ষমা করে দিয়েছেন। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্স

ayatollah ali khameneiআয়াতুল্লাহ আলী খামেনি

আইআরএনএ জানিয়েছে, ইরানে বন্দী অসংখ্য দ্বৈত নাগরিকের জন্য এই ক্ষমা প্রযোজ্য হবে না। এছাড়া যেসব বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিদেশি এজেন্সির হয়ে গুপ্তচরবৃত্তি, বিদেশি এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা, ইচ্ছাকৃত হত্যা, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে তাদেরকেও ক্ষমার আওতায় আনা হবে না।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বার্ষিকীর সম্মানে এই ক্ষমা অনুমোদন করেন আয়াতুল্লাহ আলী খামেনি।

২০২২ সালের ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনি নামের ২২ বছর বয়সী এক কুর্দি তরুণী পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। হিজাববিরোধী বিক্ষোভটি পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়।

এদিকে এইচআরএনএ নামের একটি অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভের সাথে জড়িত প্রায় ২০ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। এই বিক্ষোভে বিদেশি শত্রুদের উস্কানি দেওয়ার অভিযোগ করেছে ইরানি কর্তৃপক্ষ।

মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, বিক্ষোভে দমন-পীড়নের ফলে ৫ শতাধিকের বেশি নিহত হয়েছে। ইরানের বিচার বিভাগের তথ্য অনুসারে অন্তত চারজন বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.