আপনি পড়ছেন

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। ইউক্রেনীয় যোদ্ধাদের রুখতে এবং শত্রুবাহিনী অদূর ভবিষ্যতে কী প্রস্তুতি নিচ্ছে, সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিতেই তিনি এ বৈঠকগুলো করেছেন। প্রাভদার খবর।

zelenaskiইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ঐতিহ্যগতভাবে আমরা যুদ্ধের মধ্যে আছি। আমি সামরিক বাহিনীর সাথে বেশ কয়েকটি মিটিং করেছি। তাছাড়া গোয়েন্দা প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ সভায় মিলিত হয়েছি। যুদ্ধে বিজয় আমাদের দ্বারপ্রান্তে।

তিনি বলেন, রুশ আক্রমণকারীরা কী প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের সৈন্যদের কার্যকরভাবে প্রতিরোধ করার জন্য কী প্রয়োজন, তার ওপর আমরা সর্বাধিক মনোযোগ রাখছি।  সামরিকবাহিনীর প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।শত্রুবাহিনীর প্রতি আমরা স্পষ্ট ম্যাসেজ দিতে চাই।

জেলেনস্কি দুটি দিক থেকে যোদ্ধাদের দক্ষতার প্রশংসা করেছেন। সীমান্তরক্ষীরা যারা দনবাসে যুদ্ধ করছে, তারা যুদ্ধে প্রতিদিন সাহসিকতা দেখাচ্ছে। তাদের অধ্যবসায়ের জন্য যুদ্ধক্ষেত্রে তারা সফলতা পাচ্ছে। এছাড়া লুহানস্ক এবং খারকিভ সীমান্তে শত্রুবাহিনীর বিচ্ছিন্নতা সৃষ্টিকারীদের ধন্যবাদ জানান তিনি।

সেনাবাহিনীর যেসব সদস্য ইউক্রেনের উত্তরাঞ্চলে সুরক্ষা নিশ্চিতে যুদ্ধ করছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন বাহিনীর সেনাদের সাহসিকতায় আমরা বারবার অনুপ্রেরণা পাচ্ছি। সুমি, চেরনিহিভ, কিয়েভ, জাইটোমির ওব্লাস্ট ও ভলিনে অপারেশনাল এবং কৌশলগত যুদ্ধে অংশ নেওয়ায় তিনি সেনাদের প্রশংসা করেন।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের প্রতিটি ফ্রন্ট এখন সমান গুরুত্বপূর্ণ। আমরা শত্রুদের সমস্ত চিত্র ও পরিস্থিতি মূল্যায়ন করছি। আমরা রাষ্ট্রকে রক্ষা করছি। এজন্য সেনা ও বিমানবাহিনীর সদস্যদের বিশেষ সংবর্ধনা দিতে চান তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.