জানাজায় অংশ নিতে এলাকায়, সপরিবারে নিহত পার্লামেন্ট সদস্য
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। এরইমধ্যে জানা গেছে, ওই ভূমিকম্পে দেশটির পার্লামেন্টের একজন সদস্য সপরিবারে নিহত হয়েছেন। খবর মিডলইস্টমনিটর।
ইয়াকুব তাস
মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানান, ভূমিকম্প আঘাতে আদিমান প্রদেশের পার্লামেন্ট সদস্য ইয়াকুব তাস নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী, বোন, ভাগ্নে-ভাগ্নি ও নাতি-নাতনিরাও প্রাণ হারায়। অনুসন্ধানকারীরা তাদের মরদেহ উদ্ধার করেছে।
জানা গেছে, একজনের জানাজায় অংশ নিতে ভূমিকম্পের আগের দিন এমপি ইয়াকুব তার নির্বাচনী এলাকায় গিয়েছিলেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি এলাকা
ইয়াকুব তাস ১৯৫৯ সালের ১ জুন আদিমানে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) ডেপুটি হিসেবে কাজ করেছেন। তিনি ছয় সন্তানের জনক।
গত সোমবারের ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকার হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকর্মীরা একের পর এক লাশ বের করে আনছেন। যারা জীবিত আছেন, তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। বিশ্বের অনেক দেশ থেকে স্বেচ্ছাসেবীরা উপদ্রুত অঞ্চলে গিয়ে স্থানীয় উদ্ধারকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। তবে প্রতিকূল আবহাওয়া ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সড়কের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এখন পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা সাত হাজার ৮০০ ছাড়িয়েছে। দুই দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ভূমিকম্পে আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.