আপনি পড়ছেন

ভূমিকম্প-বিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। আন্তর্জাতিক সাহায্য বিতরণের সুবিধার্থে এ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।

nasser kanaaniনাসের কায়ানি

কানানি বলেন, নয় বছরের যুদ্ধ সিরিয়াকে এমনিতেই ধ্বংসস্তূপে পরিণত করেছে। তার ওপর গত সোমবারের সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই দুর্ঘটনায় তুরস্কেও পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

মেহের বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে কানানি বলেন, সিরিয়ার ভূমিকম্প-বিধ্বস্ত মানুষের কাছে স্বল্পতম সময়ে কোনো বাধা ছাড়াই আন্তর্জাতিক মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সিরিয়ার ওপর আরোপিত নিষ্ঠুর অবরোধ তুলে নেওয়ার জন্য বিভিন্ন দেশকে অবশ্যই মার্কিন সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে।

syria earthquakeভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার একটি এলাকা

নানা অভিযোগে মার্কিন সরকার বিভিন্ন সময় সিরিয়ার বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিষেধাজ্ঞা দেশটিতে প্রয়োজনীয় পণ্যের আমদানি অবরুদ্ধ করেছে। ফলে সিরীয় জনগণের চিকিৎসা সরঞ্জাম, খাদ্য, জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের আমদানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাক্ষাৎকারে কানানি তুর্কি ও সিরিয়ার সরকার ও দেশগুলোর প্রতি পুনরায় তার সহানুভূতি প্রকাশের পাশাপাশি দুই দেশে মানবিক সহায়তা ও উদ্ধারকারী বাহিনী পাঠাতে ইরানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

ইরানের মুখপাত্র আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় দুটি দেশে, বিশেষ করে সিরিয়াকে একটি বিশেষ পরিস্থিতির সম্মুখীন দেশ হিসেবে দ্রুত ও কার্যকরভাবে মানবিক সহায়তা পাঠাবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.