ইন্দোনেশিয়ায় বিমানের পাইলটকে জিম্মি, হত্যার হুমকি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে নিউজিল্যান্ডের ফিলিপ মার্থেনস নামে বিমানের এক পাইলটকে বুধবার জিম্মি করেছেন বিচ্ছিন্নতাবাদীরা। এখন ওই পাইলটকে হত্যার হুমকিও দিচ্ছে তারা। খবর বিবিসির।
ফাইল ছবি
পাপুয়ার পাহাড়ঘেরা অঞ্চল নুগাতে ছোট বিমানটি অবতরণ করার পর সেটিতে আগুন ধরিয়ে দেন কিছু বিচ্ছিন্নতাবাদী।
পাইলট ছাড়া বিমানটিতে শিশুসহ আরও পাঁচ যাত্রী ছিলেন। তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিচ্ছিন্নতাবাদীদের দাবি, ইন্দোনেশিয়াকে ওয়েস্ট পাপুয়া প্রদেশের স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে।
পুলিশ বলছে, তারা ঘটনার তদন্ত করছে। তবে এমন ঘটনা ঘটানো সাধারণভাবে খুব কঠিন। কারণ, ওই এলাকায় আকাশপথ ছাড়া অন্য কোনো পথে যাওয়া সম্ভব নয়।
এদিকে, পাইলটকে জিম্মি করার ঘটনা স্বীকার করেছে ওয়েস্ট পাপুয় ন্যাশনাল লিবারেশন আর্মি। এটি ইন্দোনেশিয়ার একটি তালিকাভুক্ত ‘সসস্ত্র জঙ্গি দল’।
দলটির মুখপাত্র, সেবি সামবোন হুমকি দিয়েছেন, যদি ইন্দোনেশিয়ার সরকার তাদের সঙ্গে আলোচনা করতে রাজি না হয় তাহলে এই পাইলটকে হত্যা করা হবে।
নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ‘জিম্মি ঘটনা’ সম্পর্কে খোঁজ-খবর রাখছে তারা এবং জাকার্তায় অবস্থিত কনস্যুলেটের মাধ্যমে পাইলটের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, বিমানটি সুসি এয়ারের। এটি খনিসমৃদ্ধ অঞ্চল তিমিকা থেকে মালামাল নিয়ে পাশের অঞ্চলে যাচ্ছিল।
এদিকে, পাপুয়া অঞ্চলটি আগে ডাচ উপনিবেশবাদের অংশ ছিল। এটি পাপুয়া এবং উত্তর পাপুয়া নামে দুটি প্রদেশে বিভক্ত।
১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে হওয়া গণভোটের মাধ্যমে পাপুয়া অঞ্চলকে ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্ত করা হয়। এরপর থেকেই ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে আসছে বিচ্ছিন্নতাবাদীরা।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.