আপনি পড়ছেন

শুক্রবার রাতে হঠাৎ করেই টক অব দ্য ওয়ার্ল্ড হয়ে ওঠে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) কর্তৃক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি। তবে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না মস্কো। বরং এই গ্রেপ্তাারি পরোয়ানাকে টয়লেট পেপারের সঙ্গে তুলনা করেছে। খবর বিবিসি ও এনডিটিভি।

medvedev dmitryপুতিন

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিসহ তার মিত্র দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। তারা বিষয়টিকে রাশিয়ার বিরুদ্ধে অন্যরকম শুরু বলে অভিহিত করেছেন।

তবে এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা এটিকে অর্থহীন এক প্রয়াস বলে অভিহিত করেছে। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পুতিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে টয়লেট পেপারের সঙ্গে তুলনা করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, আইসিসির এ সিদ্ধান্ত রাশিয়ার কাছে পুরোপুরি অর্থহীন। কারণ রাশিয়া আইসিসির রোম সংবিধির পক্ষে নয়। ফলে এর অধীনে রাশিয়ারও কোনো বাধ্যবাধকতা নেই।

medvedev dmitryদিমিত্রি মেদভেদেভ

আইসিসি জানায়, ইউক্রেনে দখলকৃত অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন। এর জেরেই আইসিসি পুতিন ও তার কার্যালয়ের শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এদিকে রাশিয়া একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি খতিয়ে দেখবে। আইসিসির বিচারকদের মধ্যে কারা এ ‘বেআইনি’ সিদ্ধান্ত নিয়েছে, তাদের চিহ্নিত করা হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.