মারিওপোল শহরে পুতিনের ব্যতিক্রমী সফর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মারিওপোল শহর পরিদর্শন করেছেন। তিনি হেলিকপ্টারে করে শহরটিতে যান এবং পরে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। নিজেই গাড়ি চালিয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস এ খবর জানিয়েছে। টিআরটি ওয়ার্ল্ড।
মারিওপোল শহর পরিদর্শনের আগে ক্রিমিয়ায় পুতিন
মারিওপোল ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি শহর, যা গত বছরের মে মাসে রাশিয়ান সৈন্যরা দখলে নেয়। পরিদর্শনের সময় পুতিন শহর পুনর্গঠনকাজ, বিশেষ করে আশপাশের ভবন নির্মাণকাজ প্রত্যক্ষ করেন।
ছোট জেলা নেভস্কিতে পুতিন বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন এবং একটি পরিবারের আমন্ত্রণে তিনি তাদের বাড়িতে গিয়েছেন।
এদিকে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে রাশিয়ান সামরিক অভিযানের শীর্ষ কমান্ডের সঙ্গে দেখা করেছেন। এ সময় চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান। গেরাসিমভ ইউক্রেনে মস্কোর আক্রমণের দায়িত্বে রয়েছেন।
ক্রিমিয়া অধিগ্রহণের নবম বার্ষিকী উপলক্ষে রাশিয়ান নেতা ক্রিমিয়া ভ্রমণের একদিন পরে মারিওপোল সফর করলেন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে দেখা যায়, গতকাল শনিবার কৃষ্ণসাগরের বন্দর শহর সেভাস্তোপল পরিদর্শন করছেন পুতিন। এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় মস্কো নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ।
রাশিয়া ২০১৪ সালে একটি গণভোটের পর ক্রিমিয়া দখল করে নেয়। তবে তা কিয়েভ এবং আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ক্রিমিয়ার পাশাপাশি গত বছর দখল করা এলাকাগুলো তিনি উদ্ধার করবেন।
ওয়াগনারে প্রতিদিন নতুন ১২০০ ভাড়াটে সেনা
ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান ইভজেনি প্রিগোজিন দাবি করেছেন, প্রতিদিন তার গ্রুপে ১২০০ নতুন সেনা যোগ দিচ্ছে। এক টেলিগ্রাম পোস্টে তিনি জানান, আমরা এখন যে ফলাফল পাচ্ছি, তা আশা করিনি। আমাদের এমনও দিন আছে, যেদিন ১২০০ জন লোক নিয়োগ করি। তবে গড়ে প্রতিদিন ৫০০ থেকে ৮০০ সেনা বাহিনীতে যুক্ত হয়।
প্রিগোজিন আশা করেন, আগামী মে মাসের মাঝামাঝি সময়ে যোদ্ধার সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাবে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.