অ্যালান ডোনাল্ডের ‘আক্ষেপটা‘ নিশ্চয়ই পুষিয়ে দিয়েছেন ওপেনিংয়ে নামা তামিম ইকবাল আর লিটন দাস। বাংলাদেশের পেস বোলিং কোচ গতকালই সংবাদ সম্মেলনে বলেছিলেন এই ম্যাচে চাইলে ৪০০ করতে পারে বাংলাদেশ। মনে মনে তিনি যে ওটাই চাচ্ছিলেন সেটা না বললেও চলে।

bangladesh big win 2023ওয়ানডেতে প্রথমবারের মতো দশ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ সেটা করতে পারেনি। বলা ভালো সে সুযোগই পায়নি। চারশ’ করতে না পারলেও পরে ব্যাট করে তামিম-লিটনরা তুলে নিয়েছেন ১০ উইকেটের বিশাল জয়। যা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের এবারের সিরিজটা টাইগারদের জন্য যেন এক রেকর্ডময় সিরিজ। ব্যক্তিগত থেকে দলীয়, সবখানেই ছিল রেকর্ডের ছড়াছড়ি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ শুধু আজকেই বড় ব্যবধানে জিতেছে এমন নয়, আরও কিছু বড় জয় রয়েছে।

javel omor aftab ahmed against kenya২০০৬ সালে প্রথমবার ৯ উইকেটের জয়ে বড় অবদান রাখেন জাভেদ ওমর বেলিম ও আফতাব আহমেদ

উইকেটের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা এতদিন ছিল কেনিয়ার বিপক্ষে। ২০০৬ সালে খুলনায় সৈয়দ রাসেলের বোলিং তোপে সফরকারীরা অলআউট হয় ১৬১ রানে। জবাবে বাংলাদেশ একমাত্র শাহরিয়ার নাফিসের উইকেট হারায়। জাভেদ ওমর ও আফতাব আহমেদের জোড়া ফিফটিতে ৯ উইকেটে জেতে বাংলাদেশ।

পাঁচবার ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এরমধ্যে দুবার প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। আর দুটোই ছিল ‘আক্ষেপ জাগানিয়া’। আক্ষেপটা মূলত ১০ উইকেটে জিততে না পারার। হতে হতেও যে হয়নি!

২০১৫ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১০ উইকেটে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৬৮ রানের জবাবে সৌম্য সরকার ও তামিম ইকবাল এগোচ্ছিলেন ভালোই। জোড়া ফিফটিতে বিনা উইকেটে ১৫৪ রান তুলে ফেলেছিল দুজনে। জয় থেকে ১৪ রান দূরে থাকতে ব্যক্তিগত ৯০ রানে কাটা পড়েন সৌম্য। বাহাতি এই ব্যাটারের ব্যক্তিগত আক্ষেপের সঙ্গে সেদিন যুক্ত হয়েছিল ১০ উইকেটে জয় না পাওয়ার আক্ষেপও।

bangladesh south africa 2015২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটে জয়ের খুব কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ

রানের হিসেবে সবচেয়ে বড় জয় খুঁজতে বেশি দূরে যেতে হবে না। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেই বাংলাদেশ গড়েছে নিজেদের রেকর্ড। সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৩ রানে জয় পেয়েছে তামিমবাহিনী। যা ছাড়িয়ে গেছে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া আগের ১৬৯ রানের জয়কে।

২০২০ সালে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে বিপক্ষে ৩২১ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৫২ রানে।

রানের হিসেবে তৃতীয় সর্বোচ্চ জয়টা এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালে মিরপুরে ১৬৩ রানে লঙ্কাকে হারায় টাইগাররা। চতুর্থ সর্বোচ্চ জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১২ সালে খুলনায় রেকর্ড করে জিতেছিল তখনকার মুশফিকুর রহিমের দল।

এছাড়া পঞ্চম সর্বোচ্চ রানের জয়টা এসেছিল হারারে ক্রিকেট গ্রাউন্ডে। জিম্বাবুয়ে সফরে সেবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লিটন দাসের শতকে ২৭৬ রান তোলে বাংলাদেশ। জবাবে সাকিব আল হাসানের বোলিংয়ে ১২১ রানের গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

এদিকে বলের হিসেবে বড় জয়টা জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৯ সালে চট্টগ্রামে সফরকারী জিম্বাবুয়েকে ২২৯ বল হাতে রেখে হারিয়েছিল বাংলাদেশ।  বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ২২১ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। যা নিজের ওয়ানডে ইতিহাসে বেশি বল হাতে রেখে দ্বিতীয় বৃহত্তম জয়। এছাড়া ২০১১ সালে উইন্ডিজের বিপক্ষে ১৮০ বল হাতে রেখে জিতেছিল বাংলাদেশ।

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.

Sports, cricket, and football are popular topics in the world of sports. Cricket is a bat-and-ball game played between two teams of eleven players and is particularly popular in South Asian countries. Football, also known as soccer, is a team sport played with a spherical ball between two teams of eleven players and is widely popular worldwide. Sports enthusiasts follow the latest news, matches, tournaments, and leagues in these sports and analyze and comment on the performances of players and teams.