আপনি পড়ছেন

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে রোজা ও ঈদুল ফিতরের ছুটি। প্রায় এক মাসেরও বেশি সময়। এ সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জমবে ময়লা, আবর্জনা। ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ময়লা, আবর্জনা পরিষ্কারসহ কয়েকটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

department of secondary and higher educationমাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

১৩ এপ্রিল, বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞতিতে নির্দেশনাগুলো দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, রোজা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৩ মার্চ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ছয়টি নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

নির্দেশনাগুলো হলো :

শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। নতুন কারিকুলাম বাস্তবায়নে সম্প্রতি প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ করতে হবে।

নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিত দায়িত্ব অনুসরণ করতে হবে। অভিভাবকদের সচেতন করতে অভিভাবক সমাবেশের আয়োজন করতে হবে।

নতুন কারিকুলাম সম্পর্কে ইতিবাচক ধারণা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারিকুলাম অনুযায়ী শিখন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা।