আপনি পড়ছেন

সৌদি আরব ইসরায়েলের মুসলিম নাগরিকদের হজ করার জন্য সরাসরি হজ ফ্লাইটের অনুমতি দেবে বলে আশা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ৩ মে, বুধবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, এই সংক্রান্ত একটি অনুরোধ জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

israeli foreign minister eli cohen 1ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহেন বলেন, ‘এই বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা তা আমি বলতে পারব না। তবে আমি আশাবাদী, আমরা সৌদি আরবের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে পারি।'

ইসরায়েলের সাবেক মন্ত্রী ইয়ার লাপিদ মার্চ মাসে বলেছিলেন, গত বছর তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সরাসরি ফ্লাইটের জন্য সৌদি কর্তৃপক্ষের সম্মতি পেয়েছিলেন। অবশ্য সৌদি আরব বিষয়টি নিশ্চিত করেনি।

রয়টার্সের সঙ্গে সাক্ষাতকারে একজন মার্কিন কর্মকর্তাও এ জাতীয় ফ্লাইটের পূর্বাভাস দিয়েছেন। তবে রিয়াদ বিষয়টি নিশ্চিত করেনি। 

প্রসঙ্গত, ইসরায়েলের জনসংখ্যার শতকরা ১৮ ভাগ আরব মুসলিম। ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের মুসলমানরা বর্তমানে তৃতীয় কোনো দেশের মাধ্যমে মক্কায় ভ্রমণ করেন। এর ফলে অতিরিক্ত অর্থ এবং সময় ব্যয় হয়।

ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বভাবিক করার চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। পরবর্তীতে সুদান এবং মরক্কোও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর থেকে ইসরায়েল সৌদি আরবের সঙ্গে স্বাভাবিকীকরণের জন্য অব্যাহত চেষ্টা করে যাচ্ছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমান প্রতি বছর সৌদি আরবের মক্কায় হজ পালনের জন্য যান। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে হজ একটি। আর্থিক এবং শারীরিকভাবে সামর্থ্যবান মুসলিমদের জন্য হজ করা ফরজ বা অবশ্য পালনীয়।  

সূত্র: রয়টার্স

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.