মানবিক সহায়তায় বিশ্বে প্রথম স্থান অর্জন করল তুরস্ক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তুরস্ক ২০১৭ সালে বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। গত বছর দেশটি বিশ্বের বিভিন্ন দেশে ৮.০৭ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
লন্ডনভিত্তিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস-এর বৈশ্বিক মানবিক সহায়তা কর্মসূচি প্রকাশিত এক রিপোর্টে একথা বলা হয়েছে। এই অর্জনকে মানবিক কূটনীতিতে বড় ধরনের অর্জন হিসেবে দেখছে তুরস্ক। খবর: আনাদোলু এজেন্সি।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র (৬.৬৮ বিলিয়ন মার্কিন ডলার), তৃতীয় স্থানে জার্মানি (২.৯৯ বিলিয়ন মার্কিন ডলার), চতুর্থ স্থানে যুক্তরাজ্য (২.৫২ বিলিয়ন মার্কিন ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছে (২.২৪) ইউরোপীয় ইউনিয়ন।
গত ১৯ জুন প্রকাশিত রিপোর্টের বিষয়ে বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো ধরনের বৈষম্য ছাড়াই দেয়া এই মানবিক সহায়তা তুরস্কের মানবিক কূটনীতির শক্তি বৈশ্বিকভাবে আবারো স্বীকৃত হলো।
রিপোর্টের বরাত দিয়ে মন্ত্রণালয় আরও জানায়, জাতীয় আয় এবং মানবিক সহায়তার ক্ষেত্রে ০.৮৫ অনুপাত ধরে রেখে তুরস্ক বিশ্বের ‘সবচেয়ে দানশীল জাতি’ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। এর পরেই ০.১৭ পয়েন্ট নিয়ে রয়েছে নরওয়ে ও লুক্সেমবার্গ।
বৈশ্বিক এই মানবিক সহায়তা কর্মসূচি ছাড়াও তুরস্ক নিজ দেশে ৩৬ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে যা একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে বেশি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর