‘ঘুড়ি যুদ্ধে’ কুপোকাত ইসরায়েল, গাজায় সর্বাত্মক যুদ্ধের হুমকি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনিদের ঘুড়ি যুদ্ধে কুপোকাত ইসরায়েল। এমনটাই ফুটে উঠেছে দেশটির বিচারমন্ত্রী এইলেত শাকেদের কথায়। তিনি শুক্রবার বলেছেন, ‘ঘুড়ি উড়ানো বন্ধ না হলে গাজায় নতুন সর্বাত্মক যুদ্ধ শুরু করা হবে।’
ঘুড়ি উড়ালেই ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইসরায়েলি ভূখণ্ডে ঘুড়ি পাঠানোকে রকেট নিক্ষেপের মতোই অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে এবং তাদের ওপর হামলা চালাতে হবে।’
দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করেন ইসরায়েলি বিচারমন্ত্রী। তিনি বলেন, ‘হামাস উত্তেজনা বাড়াতে থাকলে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করবে।’
এদিকে শুক্রবার হামাসের মুখপাত্র সামি আবু যুহরি বলেন, ‘গাজায় ইসরায়েলি অবরোধের প্রতিবাদে ঘুড়ি উড়াচ্ছে গাজাবাসী। সুতরাং অবরোধ প্রত্যাহার করলে ঘুড়ি উড়ানোও বন্ধ হবে।’
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর