ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক
উপর্যুপরি বৃষ্টির কারণে রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত আগস্ট মাস হতে এ পর্যন্ত মোট ১২৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সরকারি রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটির তথ্য মতে, রাজধানীতে গত আগস্ট মাসে ৭২৭ জন ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এবং চলতি মাসের প্রথম বিশ দিনেই এই সংখ্যাটি ৫৫৮ জনে দাঁড়িয়েছে।
সরকারি রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর মাহমুদুর রহমান জানান, এই বছর সারা দেশে ১,৪০০ জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই রাজধানী ঢাকাতে ধরা পড়েছে। এবং এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় গত দেড় মাসে চারজন মারা গেছেন।
ডেঙ্গু জ্বর হলে সাধারণত জ্বরের সাথে চোখ লাল হয়ে যাওয়া ও চোখব্যথা, চোখ থেকে পানি পড়া, প্রচণ্ড শরীরব্যথা, মাথাব্যথা, অরুচি বা বমি-বমিভাব ইত্যাদি উপসর্গ দেখা দেয়। সঠিক চিকিৎসা পেলে ডেঙ্গু জ্বর সাত দিনের মধ্যেই সেরে যায়। এ সময় যথেষ্ট পরিমাণে বিশ্রাম, বেশি বেশি পানি পান ও যথেষ্ট পরিমাণ তরল খাবার খাওয়ার প্রয়োজন।
আপনি আরও পড়তে পারেন
ছিনতাই করা গরু বিক্রি হয় কোথায়?
ফিরে আসছে হারিয়ে যাওয়া মসলিন
পদ্মায় মিনি টাইটানিক
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.