হজ নিয়ে কটুক্তি করায় গ্রেফতার ২
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক
ফেসবুকে হজ সম্পর্কে উসকানিমূলক মন্তব্য করছে সাতক্ষীরা এবং মুন্সিগঞ্জে এলাকার দুই বাসিন্দা। মোহন কুমার এবং শওকত গাজী নামের এ দুই ব্যক্তিকে এই অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, এদের মধ্যে মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা মোহন কুমার বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর একজন নির্বাহী পরিচালক।
গোপন খবরের ভিত্তিতে মোহন কুমারকে শনিবার দুপুরের দিকে তাদের গ্রেফতারের জন্য যায় পুলিশ। তারপর তাকে শ্যামনগর উপজেলার মুনসুর সরদারের গ্যারেজ থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারের সময় শওকত নামের এক ব্যক্তি বাধা গ্রেফতারে বাধা দিলে তাকেও গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ।
গ্রেফতারের বিষয় নিয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া আইনত বহির্ভূত কাজ। মোহন কুমার মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে হজে মানুষ মারা যাওয়া বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এই অভিযোগের কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
হজে হাজীদের মৃত্যু নিয়ে মোহন কুমারের কটুক্তিমূলক স্ট্যাটাসের বিরুদ্ধে বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ (২) ধারায় মামলাটি করেছিলেন শ্যামনগর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর।
আপনি আরো পড়তে পারেন
পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে 'ড্রেস কোড'
বিশ্বের সেরা ১০০ সহমর্মী ব্যবসায়ীর তালিকায় ড. ইউনূস
ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.