আদালত অবমাননা আইন হচ্ছে
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক
আদালত অবমাননা আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, 'বর্তমানে আদালত অবমাননা বিষয়ে আইন পাশ করা জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এটি নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি।'
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলয়নায়তনে 'বিচার বিভাগীয় রিপোর্টিং' বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির দেয়া এক বক্তৃতায় এমনটি জানিয়েছেন মন্ত্রী।
বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, 'আমরা সবাই জানি, আইন সাংবাদিকতা অত্যন্ত কঠিন একটি কাজ। দেখা যায়, কোন ক্ষেত্রে ভুল হলে সেটি পরে সংশোধনী ছাপানো যায়। কিন্তু আদালতের ক্ষেত্রে সেটি কখনোই সম্ভব হয় না। আদালতের ব্যপারে ভুল সংবাদ দিলে পরের দিন আদালত অবমাননার মুখে পড়তে হয় আইন সাংবাদিকদের। তাই আদালত অবমাননার একটা আইন অবশ্যই থাকা উচিত।'
কবে নাগাদ এ আইন পাশ হতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আইনটি পাশের ক্ষেত্রে আমাদের একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা সবপক্ষের সঙ্গে আলোচনা করে আদালত অবমাননার আইনটি প্রণয়ন করবো। তারপর সেটি পাসের জন্য মহান সংসদে প্রস্তাব রাখবো। সংসদ থেকে পাস হয়ে আসার পরই আমরা আইনটি চূড়ান্তরুপে কার্যকর করতে পারবো।'
আপনি আরো পড়তে পারেন
প্রধানমন্ত্রী: বিদেশি হত্যায় জামায়াত-বিএনপির হাত
ক্রিকেটার শাহাদাতের স্ত্রী গ্রেপ্তার
জাপানি নাগরিক হত্যার দায় স্বীকার আইএসের: রয়টার্স
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর