জাপানি নাগরিক হত্যার দায় স্বীকার আইএসের: রয়টার্স
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক
দুর্বৃত্তদের গুলিতে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে নিহত হন জাপানি নাগরিক হোসি কুনিও। হত্যার এক দিনের মাথায় ইসলামিক স্টেট (আইএস) এক টুইট বার্তায় এর দায় স্বীকার করেছে বলে খবর প্রকাশ করছে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
রয়টার্স প্রকাশিত খবরে বলা হয়, কুনিও হত্যার দায় স্বীকার করে আইএস তাদের টুইট বার্তায় এধরনের আরও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে। এর আগে ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা নিহত হবার পরও এই জঙ্গি সংগঠনটি দায় স্বীকার করছিল বলে খবর প্রকাশ করেছিল রয়টার্স।
হত্যার একদিন পরই এর সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। আপাতত তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনীয় তথ্য উদঘাটনের পরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
তবে দেশের একাধিক সংবাদ মাধ্যমগুলোতে দেয়া সাক্ষৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন ‘দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যেই এই হত্যাকান্ড সংগঠিত হচ্ছে।' এর আগে ইতালীয় নাগরিক হত্যার পর তিনি এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেও দাবী করেছিলেন। '
আপনি আরো পড়তে পারেন
সঠিক সময়েই বাংলাদেশে আসবেন পুতিন
এবার রংপুরে এক জাপানি খুন
মহাসচিব পদ পেতে পারেন মির্জা ফখরুল
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর