নতুন মৌসুম শুরুর আগে কথাটা বেরিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের নীতি নির্ধারকদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে প্রধান কোচ হোসে মরিনহোর। পর্তুগিজ কোচকে সরিয়ে যে কোনো সময় জিনেদিন জিদানের হাতে ক্লাবের দায়িত্ব তুলে দেয়া হতে পারে বলে গুঞ্জন ভাসছে বাতাসে।
সেই গুঞ্জনের ডালপালা আরো মেলতে শুরু করলো ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই ব্রাইটন অ্যালবিয়নের কাছে ম্যানইউর অসহায় আত্মসমর্পণে। রোববার ব্রাইটনের মাঠে টানা তৃতীয়বার হেরে গেছে ম্যানইউ। হারের ব্যবধান ৩-২। বারবার পচা শামুকে পা কাটিয়ে বেশ চাপের মুখেই পড়েছেন প্রধান কোচ মরিনহো।
এই হারের পর পর্তুগিজ কোচের রণকৌশল নিয়ে তুমুল সমালোচনা করেছেন অনেকেই। লম্বা সেই তালিকায় নাম আছে ক্লাবের সাবেক ফুটবলার গ্যারি নেভিল এবং পল স্কোলসেরও। এরই মধ্যে বিস্ফোরক একটা খবর দিলেন ক্লাবের কিংবদন্তি লি শার্প। জানালেন বড়দিনের আগেই পর্তুগিজ কোচকে লাল কার্ড দেখিয়ে দিতে পারেন ক্লাবকর্তারা।
ব্রাইটনের মাঠে হেরে যাওয়ার পর শিষ্যদের ওপর অভিযোগের আঙুল তুলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মরিনহো। ক্লাবের অধিনায়ক হিসেবে দায়টা এড়াতে পারেন না পল পগবাও। ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার নিজেও মেনে নিয়েছেন ব্রাইটন ম্যাচে ভালো খেলতে পারেননি তারা।
শিরোপাহীনভাবে গত মৌসুমটা পার করেছে ম্যানইউ। স্বাভাবিকভাবেই বেশ চাপ নিয়ে নতুন মৌসুম শুরু করেছেন ক্লাবের কোচ মরিনহো। এ যাত্রায় শুরুর দিকেই হোঁচট খেতে হলো তার দলকে। তাতে করে পর্তুগিজ কোচের ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখছেন ক্লাবের সাবেক ফুটবলার শার্প।
সোমবার স্কাই স্পোর্টসকে এক সাক্ষাৎকারে ম্যানইউর কিংবদন্তি বলেছেন, ‘আমার মনে হচ্ছে বড়দিনর আগেই কোচ (মরিনহো) অব্যাহতি পেয়ে যাবেন। যদি চলতে থাকে তাহলে সমর্থকরাই বলবেন- এই পরিস্থিতির সঙ্গে আমরা অভ্যস্ত নই। কাজেই আমাদের এটা পরিবর্তন করতে হবে।’