মানিকগঞ্জে নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার সুজয় দেবনাথ (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুজয় মানিকগঞ্জ সদর উপজেলার ভারাড়িয়া ইউনিয়নের কাকুরিয়া গ্রামের ইতালী প্রবাসী সঞ্জয় দেবনাথের ছেলে। সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে সুজয়ের লাশ উদ্ধার করা হয়।
789101213নিহতের মা বাসন্তী দেবনাথ জানান, সোমবার দুপুর ১২টার দিকে তিনি ছেলেকে বাসায় রেখে পুকুরে গোসল করতে যান। ফিরে এসে তিনি আর সুজয়কে বাড়িতে পাননি। গ্রামসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হানিফ সরকার বলেন, নিহত শিশুর মা এবং এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে শিশুটির বড় চাচা রঞ্জিত দেবনাথ, তার স্ত্রী ও দুই সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী রঞ্জিত দেবনাথের বাড়ি ভাঙচুরসহ তাকে এবং তার পরিবারের সদস্যদের মারধর করেছে বলেও জানান ওই কর্মকর্তা।