মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য চুক্তিতে অংশ হতে পারে জায়ান্ট টেলিকম কোম্পানি হুয়াওয়ে। কিছুদিন ধরে এই টেলিকম কোম্পানিটিকে বিপদজনক বলা স্বত্বে হুয়াওয়েকে চুক্তিতে অংশ নিতে বলেন ট্রাম্প। শুক্রবার বিবিসি আনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
789101213গত কয়েক সপ্তাহ ধরে চীনের টেলিকম যন্ত্রাংশ ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে বিরোধ চলছে যুক্তরাষ্ট্রের। একের পর এক পদক্ষেপ মেয়া হচ্ছিলো টেলিকম কোম্পানিটির বিরুদ্ধে। ওয়াশিংটন অনুরোধ জানালে প্রতিষ্ঠানটির প্রধান অর্থনৈতিক নির্বাহী কর্মকর্তা মেং ওয়ানঝুকে গ্রেপ্তারও করে কানাডা। ওয়াশিংটন অভিযোগ, হুয়াওয়ে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি চালিয়ে যাচ্ছিলো।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, হুয়াওয়ের প্রযুক্তি খুবই বিপজ্জনক, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সামরিক দৃষ্টিকোণ ও নিরাপত্তার জায়গা থেকে দেখলে বুঝা যায় প্রতিষ্ঠানটি কতটা ভয়ংকর।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তিতে হুয়াওয়ে অংশ হতে পারে। বেইজিংয়ের সঙ্গে যদি আমেরিকা চুক্তি করে, তাহলে যেকোন রূপে হুয়াওয়ে এ চুক্তির অংশ হতে পারে।
উল্লেখ্য, বিদেশি পরাশক্তি থেকে যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ককে রক্ষা করতে গত সপ্তাহে হুয়াওয়েকে নিষিদ্ধ ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে এই টেলিকম কোম্পানিটির সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেয় গুগল ও ইউটিউব। যদিও তিন মাসের জন্য এ আদেশ কিছুটা শিথিল করা হয়েছে।