থানায় ওসির পরিবর্তে এএসপিকে দায়িত্ব দেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আগে থানায় ওসির জায়গায় এসআই ছিল। এখন ওসি আছে। সময়ের সাথে দেশে উন্নয়ন হয়েছে। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এটি চলমান প্রক্রিয়া।’
মন্ত্রী আশা করেন, তার মন্ত্রণালয় গত বছরের চেয়ে এ বছর আরও এগিয়ে যাবে।
মন্ত্রণালয়ের অধীনস্থ চারটি বিভাগ নিয়ে তিনি বলেন, চার বিভাগের মধ্যে ফায়ার সার্ভিস ভালোভাবে কাজ করছে। কারাগারকে আধুনিকায়ন করা হচ্ছে। কারাবন্দীদের ফোনে যোগাযোগ সুবিধা দেয়া, খাবার মান বৃদ্ধি ও সুস্বাদু খাবার পরিবেশন করা হচ্ছে। মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে। তাদের জনবল ও উপকরণ বাড়ানো হয়েছে। এছাড়া পাসপোর্ট অধিদপ্তরকে ই-পাসপোর্ট করা হচ্ছে।
সুশাসন ও জবাবদিহি নিশ্চিত ও গতিশীলতা আনতে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ভূমিকা রাখছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।