টাকা নেই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
- Details
- by নিজস্ব প্রতিবেদক
আর্থিক ক্ষমতা না থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করছে কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয়ের সকল কমিটির সমন্বয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়
বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মুহসীন উদ্দীন জানান, ভর্তি পরীক্ষা চালাতে হলে বিশ্ববিদ্যালয়ে আর্থিক ক্ষমতাধর ব্যক্তি দরকার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয় যারা পরিচালনা করে থাকেন তাদের পদ ফাঁকা। যে কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক কথায় আর্থিক ক্ষমতা না থাকায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। যেদিন আর্থিক ক্ষমতা পাওয়া যাবে সেদিন সিদ্ধান্ত গ্রহণ করা হবে কবে নাগাদ ভর্তি পরীক্ষা হবে।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আরিফ হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, ট্রেজারার না থাকায় আগামী ১৮ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু করা যাচ্ছে না। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউএনবি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর