আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দীর্ঘ লকডাউন কার্যকর করেও ভাইরাস ছড়িয়ে পড়া দমানো যায়নি। জর্ডান, মরক্কো, মিশর, আরব আমিরাত ও কাতারে প্রতিদিন নতুন রোগীর সন্ধান মিলছে। ঘটছে মৃত্যুর ঘটনাও।

pandemic symbolic pictureপ্রতীকী ছবি

আলজেরিয়া

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আটজনের মৃত্যু হয়েছে। নতুন রোগী পাওয়া গেছে ১১১ জন।

এখন পর্যন্ত মোট ১০ হাজার ২৬৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মারা গেছে ৭১৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ছয় হাজার ৭৯৯ জন।

জর্ডান

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে জর্ডান স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮৩১ জন। মোট মৃত্যু হয়েছে নয় জনের।

মরক্কো

মরক্কো স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে আট হাজার ৩০২ জনে পৌঁছেছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সাত হাজার ৪০৮ জন। মারা গেছে ২০৮ জন।

মিশর

traching temparature of a womenতাপমাত্রা পরিমাপ করা হচ্ছে এক নারীর

মিশর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এক হাজার ৩৬৫ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।

দেশটিতে এখন পর্যন্ত ৩৪ হাজার ৪৪৪ জনের দেহে করোনার সংক্রমণ হয়েছে। মারা গেছে এজ হাজার ২৭১ জন।

সংযুক্ত আরব আমিরাত

গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৫৬৮ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৩৭৬ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। মারা গেছে ২৮১ জন। সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ হাজার ২৭৫ জন।

কাতার

করোনার প্রাদুর্ভাব কমতে থাকায় সরকার লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রতিনিয়ত নতুন রোগীর সন্ধান ও মৃত্যুর ঘটনাও ঘটছে।

সোমবার কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন করে এক হাজার ৩৬৮ জনকে তারা শনাক্ত করতে পেরেছে।

দেশটিতে এখন পর্যন্ত ৭০ হাজার ১৫৮ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ হয়েছে। এদের মধ্যে ৪৫ হাজার ৯৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। মারা গেছে ৫৭ জন।

সৌদি আরব

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সেইসঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত এক লাখ পাঁচ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭৪৬ জন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছে ৭৪ হাজার ৫২৪ জন। এখনো চিকিৎসাধীন আছে ৩০ হাজার ১৩ জন মানুষ।

ফিলিস্তিনি

পশ্চিম তীরের দেশটিতে পর্যাপ্ত টেস্টের অভাবে শনাক্ত করা সম্ভব হয়নি ঠিক কত মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। ওয়ার্ল্ড মিটারের তথ্যমতে, দেশটিতে ৪৭৪ জনের দেহে ভাইরাসটি পাওয়া গেছে। মারা গেছে ৪ জন।

ইরান

আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। এই অঞ্চলে সর্বপ্রথম সেখানেই ভাইরাসটি তীব্র আকারে ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। সংক্রমণের মাত্রাও কমে গেছে। দেশটিতে সর্বমোট এক লাখ ৭৩ হাজার ৮৩২ জন সংক্রিমিত হয়েছে। মারা গেছে আট হাজার ৩৫১ জন।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক লাখ ৩৬ হাজার ৩৬০ জন। চিকিৎসা নিচ্ছে ২৯ হাজার ১২১ জন।

ইরাক

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায়ে ৩৩৬ জন শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছে নয় জন।

দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৪৮১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩৭০ জন।

কুয়েত

মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রের মত কুয়েতেও প্রতিদিন নতুন নতুন রোগীর সন্ধান মিলছে। এখন পর্যন্ত দেশটিতে ৩২ হাজার ৫১০ জনের দেহে ভাইরাসের সংক্রমণ হয়েছে। মারা গেছে ২৬৯ জন।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.