আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন
- Details
- by নিজস্ব প্রতিবেদক
স্বল্পোন্নত থেকে উত্তরণের কাতারে থাকা দেশগুলোর উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। আজ শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাবাব ফাতিমা
বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ফাইনান্স-২০২০ (এমএফডি)’ প্রকাশ করেছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)। এর ওপর আয়োজিত এক আলোচনায় অংশ নেন রাবাব ফাতিমা।
এ সময় করোনা মহামারির মধ্যেও বিশ্ব অর্থনীতির সম্ভাবনার পূর্ণ ব্যবহারের গুরুত্বারোপ করে তিনি বলেন, এর মাধ্যমে বিশ্ব অর্থনীতির দুর্বলতাগুলো কাটিয়ে উঠা যেতে পারে। স্বল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত অর্থায়ন, স্বল্প ব্যয় ও স্বল্প ঝুঁকির তহবিলে প্রবেশ নিশ্চিত করা প্রয়োজন।
বৈশ্বিক উন্নয়ন অর্থনীতির কথা উল্লেখ করে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি বলেন, এ ব্যবস্থা পরিচালনায় উদার ও ন্যায়সঙ্গত পদ্ধতি নিশ্চিত করা দরকার। উন্নয়ন ও মানবিক অর্থায়নে ভারসাম্য রক্ষায় জাতিসংঘের সংস্থাগুলোর ভূমিকা থাকা উচিত।
জাতিসংঘের পতাকা
তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে দেশগুলোর প্রচেষ্টা ও সম্পৃক্ততার ক্ষেত্রে উদ্ভাবনী ও প্রযুক্তিগত অঙ্গনে প্রবেশ ও ব্যবহারে সম্পদের ঘাটতি রয়েছে। তা পূরণে এগিয়ে আসতে হবে ওইসিডি সদস্য রাষ্ট্রসমূহকে। স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশসগুলোর জলবায়ুজনিত সঙ্কট দূর করতে সম্মিলিত প্রচেষ্টা থাকা দরকার।
ওইসিডির প্রতিবেদনে সবচেয়ে গুরুত্বে দেয়া হয়েছে বহুপাক্ষিক উন্নয়ন অর্থায়ন ব্যবস্থার বিবর্তন, তহবিলের উৎস ও বৈশ্বিক অর্থায়নের ধরন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, উন্নয়ন ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের সম্ভাব্য কর্মকৌশল।
অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়ার স্থায়ী প্রতিনিধি যৌথভাবে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন ওইসিডির সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত, ওইসিডির পরিচালক ছাড়াও জাতিসংঘ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.