আপনি পড়ছেন

গাজীপুরের কাশিমপুর কারাগারে এক বন্দির ‘নারীসঙ্গের’ অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় ওই কারাগারের ডেপুটি জেলারসহ তিন জনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

kashimpur jailগাজীপুরের কাশিমপুর কারাগার

কারা সূত্র বলছে, আর্থিক খাতের অন্যতম কেলেংকারীর ঘটনায় অভিযুক্ত হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের সঙ্গে গত ৬ জানুয়ারি কারাগারের ভেতর কারা কর্মকর্তার কক্ষে এক নারী সাক্ষাৎ করেন।

এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন শুক্রবার বলেন, ওই ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্তের স্বার্থে প্রয়োজনে যেকোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকেও প্রত্যাহার করা হতে পারে।

kashimpur jail cctv footageসিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ

জানা যায়, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন স্বাক্ষরিত এক আদেশে গত ১৮ জানুয়ারি ওই তিন জনকে প্রত্যাহার করা হয়। প্রশাসনিক কারণে তাদের কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার মো. গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. আব্দুল বারী এবং সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমান।

order of withdrawnতিন জনকে প্রত্যাহারের আদেশ

গত ৬ জানুয়ারির ওই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন। কমিটির অপর দুই সদস্য হলেন- উপসচিব (সুরক্ষা সেবা বিভাগ) আবু সাঈদ মোল্লাহ এবং ডিআইজি (ময়মনসিংহ বিভাগ) জাহাঙ্গীর কবির।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.