আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩২৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই হিসাবে মার্চের প্রথম সপ্তাহে ওই সব ইউপির তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

up election 2021ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩২৩টিতে ভোট আগামী ১১ এপ্রিল

বিষয়টি জানিয়ে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বুধবার বলেছেন, এদিন ইসির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদে কয়েক ধাপে ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে যেসব ইউপিতে ভোট হবে, তার মধ্যে ৪১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস বিবেচনায় নিয়ে ইভিএমের জন্য এসব ইউপি বাছাই করা হবে।

প্রথম ধাপে যেসব ইউপিতে ভোট

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন। রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন। নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ও ডাংগা ইউনিয়ন। 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধুলিয়া, কেশবপুর, বগা, মদনপুরা, নাজিরপুর ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন। দুমকি উপজেলার পাংগাশিয়া, আংগারিয়া ও মুরাদিয়া ইউনিয়ন। গলাচিপা উপজেলার আমখলা, গোলখালী, চিকনিকান্দি ও রতনদী তালতলী ইউনিয়ন। দশমিনা উপজেলার আলীপুর, বহরমপুর ও বাঁশবাড়িয়া ইউনিয়ন।

ec bhaban agaragoanনির্বাচন কমিশন ভবন

খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া ও বানিশান্তা ইউনিয়ন। কয়রা উপজেলার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উঃ বেদকাশী ও দঃ বেদকাশী ইউনিয়ন। দিঘলিয়া উপজেলার গাজীরগাট, বারাকপুর, দিঘলিয়া, সেনহাটী, আড়ংঘাটা ও যোগীপুল ইউনিয়ন। বটিয়াঘাটা উপজেলার গংগারামপুর ইউনিয়ন।

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর, চুনখোলা কোদালিয়া ও আটজুড়ি ইউনিয়ন। কচুয়া উপজেলার গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, কচুয়া, গোপালপুর, রাড়ীপাড়া ও বাধাল ইউনিয়ন। ফকিরহাট উপজেলার বেতাগা, লখপুর, পিলজংগ, ফকিরহাট, বাহিরদিয়ামানসা, নলধা মৌভোগ ও শুভদিয়া ইউনিয়ন। রামপাল উপজেলার গৌরম্ভা, বাইনতলা, হুড়কা, মল্লিকের বেড় ও বাঁশতলী ইউনিয়ন। চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া, হিজলা, শিবপুর, চিতলমারী ও চরবানিয়ারী ইউনিয়ন। মোংলা উপজেলার চাঁদপাই, বুড়িরডাঙ্গা, চিলা, মিঠাখালী, সোনাইলতলা ও সুন্দরবন ইউনিয়ান।

এ ছাড়া মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন, হোগলাবুনিয়া, বহরবুনিয়া, নিশানবাড়ীয়া, দেবজ্ঞহাটী, চিংড়াখালী, হোগলাপাশা, বনগ্রাম, বলইবুনিয়া, মোরেলগঞ্জ ও খাউলিয়া ইউনিয়ন এবং শরণখোলা উপজেলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী ইউনিয়ন।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খেসরা, জালালপুর ও খলিলনগর ইউনিয়ন। কলারোয়া উপজেলার কয়লা, হেলাতলা ও যুগিখালী ইউনিয়ন।

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি, দাড়িয়াল, দুধল, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠি, গারুড়িয়া, ভরপাশা, রঙ্গশ্রী ও পাদ্রীশিবপুর ইউনিয়ন। সদর উপজেলার কাশিপুর, চরবাড়িয়া, জাগুয়া ও টংগীবাড়ীয়া ইউনিয়ন। মুলাদী উপজেলার নাজিরপুর, সফিপুর, গাছুয়া, চরকালেখা, মুলাদী ও কাজিরচর ইউনিয়ন। উজিরপুর উপজেলার সাতলা, জল্লা, ওটরা, শোলক ও বোরাকোঠা ইউনিয়ন।

বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর, কেদারপুর দেহেরগতি ও মাধবপাশা ইউনিয়ন। মেহেন্দিগঞ্জ উপজেলার মেহেন্দিগঞ্জ ও ভাষানচর ইউনিয়ন। বানারীপাড়া উপজেলার বিশারকান্দি, ইলুহার, চাখার, সালিয়াবাকপুর, বাইশারী, বানারীপাড়া ও উদয়কাঠি ইউনিয়ন। গৌরনদী উপজেলা বাটাজোড় ও সরিকল ইউনিয়ন। হিজলা উপজেলার হরিনাথপুর, মেমানিয়া, গুয়াবাড়িয়া ও বড়জালিয়া ইউনিয়ন।

বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া ও আরপাঙ্গাশিয়া ইউনিয়ন। সদর উপজেলার বদরখালী, গৌরীচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লাপাতাকাটা, বুড়িরচর, ঢলুয়া, বরগুনা ও নলটোনা ইউনিয়ন। বেতাগী উপজেলার বিবিচিনি, বেতাগী, হোসনাবাদ ও মোকামিয়া ইউনিয়ন। পাথরঘাটা উপজেলার কালমেঘা, কাঁকচিড়া ও কাঁঠালতলী ইউনিয়ন। বামনা উপজেলার বুকাবুনিয়া, বামনা, রামনা ও ডৌয়াতলা ইউনিয়ন।

পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা, কলাখালী, টোনা, শারিকতলা ইউনিয়ন। ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া, নদমূলা-শিয়ালকাঠী, তেলিখালী, ধাওয়া ও গৌরিপুর ইউনিয়ন। মঠবাড়িয়া উপজেলার তুষখালী, মিরুখালী, বেতমোর রাজপাড়া, আমড়াগাছিয়া, সাপলেজা ও হলতাগুলিশাখালী ইউনিয়ন। ইন্দুরকানী উপজেলার বালিপাড়া। কাউখালী উপজেলার আমড়াজুড়ি ও কাউখালী সদর ইউনিয়ন। নাজিরপুর উপজেলার মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর ও সেখমাটিয়া ইউনিয়ন। নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা, বলদিয়া, গুয়ারেখা, দৈহারী, সোহাগদল, সারেংকাঠী, সুটিয়াকাঠী ও স্বরূপকাঠী ইউনিয়ন।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা, মগড়, কুলকাঠি, কুশঙ্গল, নাচনমহল, রানাপাশা, সুবিদপুর, সিদ্ধকাঠি, দপদপিয়া ও মোল্লারহাট ইউনিয়ন। সদর উপজেলার গাবরামচন্দ্রপুর, বিনয়কাঠী, নবগ্রাম, কীর্ত্তিপাশা, বাসন্ডা, গাবখানধানসিঁড়ি, শেখেরহাট ও নথুল্লাবাদ ইউনিয়ন। কাঁঠালিয়া উপজেলার চেচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, কাঁঠালিয়া, শৌলজালিয়া ও আওরাবুনিয়া ইউনিয়ন। রাজাপুর উপজেলার সাতুরিয়া, শুক্তগড়, রাজাপুর, গালুয়া, বড়ইয়া ও মঠবাড়ী ইউনিয়ন।

ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন। বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাচরা ইউনিয়ন। চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর ইউনিয়ন। তজুমদ্দিন উপজেলার চাঁদপুর, চাচরা, সম্ভুপুর ইউনিয়ন।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী, তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুসাদী, জামালপুর ও মোক্তারপুর ইউনিয়ন।

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও, নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়ন।

মাদারীপুর জেলার শিবপুর উপজেলার শিবচর, পাঁচ্চর, মাদবরেরচর, কুতুবপুর, কাদিরপুর, দ্বিতীয়খণ্ড, ভাণ্ডারীকান্দি, বাঁশকান্দি, বহেরাতলা উ., বহেরাতলা দ., নিলখী, শিরুয়াইল ও দত্তপাড়া ইউনিয়ন।

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উত্তর, নীল কমল ও হাইমচর ইউনিয়ন।

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন, হাজিরহাট ও তোরাবগঞ্জ ইউনিয়ন। রামগতি উপজেলার চর বাদাম, চর পোড়াগাছা, চর রমিজ ও চর গাজি ইউনিয়ন।

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর, চরকিং, তমরদ্দি, সোনাদিয়া, বুড়িরচর, জাহাজমারা ও নিঝুমদ্বীপ ইউনিয়ন। সুবর্ণচর উপজেলার চরবাটা, চরক্লার্ক, চরওয়াপদা, চরআমানউল্যাহ, পূর্বচরবাটা ও মোহাম্মদপুর ইউনিয়ন। কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ও চরহাজারী ইউনিয়ন।

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাউরিয়া, গাছুয়া, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সন্তোষপুর, আমানউল্লা, হরিশপুর, সারিকাইত, মগধরা, হারামিয়া ও দীর্ঘাপাড় ইউনিয়ন।

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্লীলা, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ ও হোয়াইক্যং ইউনিয়ন। মহেশখালী উপজেলার ধলঘাটা, হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম ইউনিয়ন। কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমুশীখালী ও উত্তরধুরুং ইউনিয়ন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.