বর্ষা মৌসুম চলছে। ভ্যাপসা গরম থেকে রেহাইতো মিলছেই না বরং ক্ষণে ক্ষণে বৃষ্টিতে ঘরবাড়ি, জামা-কাপড়, আসবাবপত্র স্যাঁতসেঁতে হয়ে উঠছে। পোকা-মাকড়ের উপদ্রবও বাড়ছে।
এই সময়ে বাড়িঘর পরিষ্কার রাখাটা একটু কষ্টকরই বটে। কিন্তু যতো কষ্টই হোক, ঘরবাড়ি তো আর অপরিষ্কার রেখে দেয়া যাবে না। বর্ষায় ঘরবাড়ি শুকনো রাখতে সহজ কিছু টিপস মেনে চলুন।
বর্ষায় ঘরের মেঝের স্যাঁতসেঁতে ভাব দূর করতে রুম ফ্রেশনার ব্যবহার করুন। বৃষ্টির সময় জানালা দরজা বন্ধ রাখুন। বৃষ্টি থেমে গেলে পরিষ্কার শুকনা কাপড় দিয়ে ঘর মুছে নিন।
জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব নিমিষেই দূর করতে আলমারি কিংবা ওয়ারড্রোবে চকের টুকরা রেখে দিন।
বর্ষাকালে মশা, মাছি ও পোকা-মাকড়ের উপদ্রব খুব বেড়ে যায়। সমস্যা সমাধানে ব্যবহৃত চা পাতা ভালো করে শুকিয়ে ধূপের মতো ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এছাড়া মশা-মাছির উপদ্রব কমাতে কয়েকটা কর্পূর পানিতে ভিজিয়ে ঘরের কোণে রেখে দিন।
বর্ষায় চাল, ডাল ও আটায় পোকার উপদ্রব দেখা দেয়। এক্ষেত্রে আনাজপাতির মধ্যে কয়েকটা শুকনা নিমপাতা রেখে দিলে পোকার উপদ্রব অনেকটা কমবে। বর্ষা মৌসুমে বিস্কুট মচমচে থাকবে যদি বিস্কুটের পাত্রে এক টুকরা ড্রাই সল্ট রেখে দেন।