আপনি পড়ছেন

ইসরায়েলের আগ্রাসনে কোণঠাসা ফিলিস্তিন। নানা অজুহাতে প্রায়ই অভিযান চালিয়ে যুবকদের ধরে নিয়ে যায় দখলদার বাহিনী। এরপর আদালতের মাধ্যমে কাউকে যাবজ্জীবন দেওয়া হয়। অনেকের বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখা হয়। এর বাইরে বাকিরা ভোগ করেন বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। এদের স্ত্রী-সন্তান রয়েছে ফিলিস্তিনে। কেউবা বিয়ে করার পর পরই গ্রেপ্তার হয়েছেন।

palaestinan israel jail father spermস্বাধীনতার প্রশ্নে উত্তরাধিকার ঠিক রাখতে ইসরায়েলের কারাগার থেকে শুক্রাণু পাচারের মাধ্যমে বাবা হচ্ছেন ফিলিস্তিনিরা

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় লড়াই জারি রেখেছে দেশটির প্রতিরোধ সংগঠন হামাস। স্বাধীন ফিলিস্তিন স্বপ্ন বাস্তবায়নে সংগঠনটির সদস্যদের অবদানও তাই বর্ণনাতীত। ইসরায়েলের কারাগারে বন্দি থেকেও ফিলিস্তিনি পুরুষরা কীভাবে স্ত্রীর গর্ভে নিজের উত্তরাধিকার আনছেন, বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে তা উঠে এসেছে-

সাদা ছোট্ট কাপড়ে জড়ানো ছেলে মুজাহিদকে কোলে নিয়ে কারাগারে গেছেন ইমান আল-কুদরা। এক বছর বয়সী ছেলের এই প্রথম বাবার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। ইমানের স্বামী মুহাম্মদ আল কুদরা ২০১৪ সাল থেকে ইসরায়েলের কারাগারে বন্দি। সেখান থেকেই তিনি স্ত্রীর জন্য ইন-ভিতরো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে স্পার্ম (শুক্রাণু) পাঠান। সম্প্রতি গাজা ও পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে ধরে নিয়ে যাওয়ার পর যেসব নারী আইভিএফের মাধ্যমে তাদের স্বামীর সন্তানের মা হয়েছেন, তাদের মধ্যে একজন হলেন ইমান।

যদিও ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এমন প্রক্রিয়াকে জটিল এবং সফলতা নিয়ে সন্দেহ পোষণ করেছে। কিন্তু কুদরাস, আরেক ফিলিস্তিনি, দক্ষিণ ইসরায়েল থেকে গ্রেপ্তার মুহাম্মদকে তার কারামুক্তির দিনে সিমেন (বীর্য) পাচারে রাজি করাতে সক্ষম হন। কারাগার থেকে বেরিয়ে দ্রুত ইসরায়েলের কড়া নিরাপত্তার গাজা উপত্যকা পার হন তিনি। এরপরই ইমানের আইভিএফ চিকিৎসা শুরু হয়। তবে কঠিন এ প্রচেষ্টা নিয়ে তিনি নিজেও উদ্বিগ্ন ছিলেন।

দি ইউনিভার্সিটি হসপিটাল অব টোওলাউসের (সিএইচইউ) প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ লুইস বুজান জানান, হিমায়ন ছাড়া এভাবে ভ্রমণ করে স্পার্মকে স্থায়ী করা ছিল সত্যিই প্রশংসনীয়। তবে এটি নির্ভর করে শুরুতে স্পার্মের মান কেমন থাকে, তার ওপর। কোনো পাত্রে সিমেন আনা সম্ভব হলে তা ২৪ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকে বলে জানান তিনি।

palaestinan israel jail father sperm innerনিজের নবজাতককে নিয়ে ইমান আল-কুদরা, যার স্বামী মোহাম্মাদ ইসরায়েলের কারাগারে বন্দি

ইমান এভাবে তিনবারের চেষ্টায় ২০২০ সালে অন্তঃসত্ত্বা হন। দীর্ঘ ৫ বছর পর তিনি স্বামীর সঙ্গে কারাগারে দেখা করার অনুমতি পান। তিন কন্যাকে পাশে বসিয়ে তিনি বলেন, 'আমার স্বামী জেলে যাওয়ার আগেই তিন কন্যা হয়েছে। কিন্তু সে যখন মুক্তি পাবে, তার বয়স হয়ে যাবে। ফলে তার মাধ্যমে আরেকটি সন্তানের বিষয়ে আমি খুবই শঙ্কায় ছিলাম। কিন্তু আমি একটি ছেলে চাইতাম এবং সেটা পেতেই আইভিএফ গ্রহণ করেছি।'

গাজা শহরে এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিশেষজ্ঞ আবদেল করিম আল-হিন্দায়ি জানান, তিনি নিজে একাধিক কারাবন্দির সিমেন পাচার করেছেন তাদের স্ত্রীর জন্য। মূলত কারাগার পরিদর্শনের সময় গোপনে কলম কিংবা শিশি বহন করতেন। তাতে করে সিমেন নিয়ে ফিরতেন। তবে তা ১২ ঘণ্টার বেশি স্থায়ী হবে না। এ জন্য যত দ্রুত সম্ভব ফিরে ক্লিনিকে হিমায়িত করা হয়।

প্রত্যেক প্রচেষ্টায় কমপক্ষে ২ হাজার ডলার খরচ হয়, যা ২০০৭ সাল থেকে অবরুদ্ধ গাজার দরিদ্রপীড়িতদের কাছে স্বপ্ন। এ অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা হামাস তার পরও উত্তরাধিকার প্রশ্নে স্বাধীনতার মতো এ লড়াই জারি রেখেছে।

একই প্রক্রিয়ায় সন্তান নেওয়া দালাল জানান, ১৯৯৭ সালে হামাসের আন্দোলন থেকে তার স্বামী মুহানাদ জিবান গ্রেপ্তার হয়। ইসরায়েলের আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আইভিএফের মাধ্যমে সন্তান নিয়ে গর্বিত দালাল বলেন, 'আমি খুবই গর্বিত প্রথম আইভিএফে সন্তান নিয়ে। কারণ সন্তান ধারণ আমাদের অধিকার। আমি আশাবাদী, অন্য নারীরাও এতে উৎসাহী হবে।'

palaestinan israel jail father sperm smugglingনিজের দুই সন্তানের সঙ্গে দালাল দিবান

যদিও স্বামী প্রথমে দালালকে এ বিষয়ে রাজি করাতে পারেননি। পরে চিকিৎসকের দ্বারস্থ হয়ে তিনিও সম্মতি দিয়ে সন্তান জন্ম দিয়েছেন। ৫ বছর বয়সী সেই ছেলেকে নিয়েই বাবার সঙ্গে দুই সপ্তাহ আগে দেখা করেন তিনি। এ সময় তাকে বেশ লজ্জিত দেখাচ্ছিল।

ইসরায়েলের প্রিজনস সার্ভিস (আইপিএস) স্পার্ম পাচারের এসব ঘটনাকে সন্দেহের চোখেই দেখে। আইপিএসের মুখপাত্র হানা হারবার্ট বলেন, 'এ ধরনের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, এমনকি প্রমাণও কেউ দেখাতে পারেনি। একটি শ্রেণি আছে, তারা বিষয়টি গুজব হিসেবে প্রচার করে। মেডিকেল প্রক্রিয়া ছাড়া সিমেন সংরক্ষণের এমন গল্প বিশ্বাসযোগ্য নয়।'

ইসরায়েল বিশ্বাস না করলেও পশ্চিমতীরের অধিকার গ্রুপ দি প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব এ প্রক্রিয়ায় কারাবন্দিদের অন্তত ৯৬ সন্তানকে পৃথিবীর আলো দেখাতে সক্ষম হয়েছে। নাবলুসের রাজন সেন্টারে বিনামূল্যে এ প্রক্রিয়া করা হয়। অবশ্য প্রতিষ্ঠানটি সব সময় বন্দিদের স্ত্রীদের বিনা খরচে চিকিৎসা করে আসছে।

চিকিৎসক বারদান বলেন, কিন্তু কারাবন্দির শুক্রাণু বাছাই করে সঠিকভাবে স্ত্রীকে দেওয়া খুবই কঠিন। কিন্তু এটি কীভাবে করা হয়, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি। অনেক নারী এটিকে ইসরায়েলের বিরুদ্ধে তাদের আরেক ধরনের বিজয় মনে করে থাকেন। আর মেডিকেল দল সব সময় রাজনীতির বাইরে থাকে। গাজার চিকিৎসক হিন্দায়ি এ সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।

তিনি বলেন, 'উত্তর দিতে আমি বাধ্য নই। বিশ্বাসের জায়গা থেকে সাধারণত কেউই ডিএনএ নিয়ে কোনো প্রশ্ন করেন না। কারণ তাদের স্ত্রীরাই এগুলো এনেছেন।'

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.