আপনি পড়ছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। বিএনপির এই কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছে মোট ৫০২ জন। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য হয়েছেন ১৯ জন, চেয়ারপারসনের উপদেষ্টা রাখা হয়েছে ৭৩ জনকে, ভাইস চেয়ারম্যান হয়েছেন ৩৫ জন এবং যুগ্ম মহাসচিব হয়েছেন ৭ জন।

bnp flag

শনিবার (০৬ আগস্ট) বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, 'একটি কমিটিতে যে ধরনের মান সম্পন্ন সদস্য থাকা দরকার বিএনপির নতুন কমিটিতে তাই আছে। আমরা বিশ্বাস করি, এই কমিটি বাংলাদেশের রাজনীতিতে এবং দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার ক্ষেত্রে উপযোগী ভূমিকা রাখবে।'

গত ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে কাউন্সিলরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ নির্বাচনের ক্ষমতা দেয়। তারই প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

নতুন কমিটিতে বেশকিছু আলোচিত নাম যুক্ত হয়েছেন। কমিটিতে স্থান পেয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়। এছাড়াও জায়গা পেয়েছেন স্থায়ী কমিটির সদস‌্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এবং বন্দি অবস্থায় মারা যাওয়া নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনা।

mirza fakhrul islam declaire central committe

স্থায়ী কমিটির সদস্যরা হলেন: খালেদা জিয়া, তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান , ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম.হান্নান শাহ, এম. কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ।

বিএনপি চেয়ারপারসনের ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিল: সারোয়ারি রহমান, রিয়াজ রহমান, হারুনার রশীদ খান মুন্নু, মুশফিকুর রহমান, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ফজলুর রহমান পটল, অ্যাডভোকেট কবির হোসেন, উকিল আবদুস সাত্তার, লুৎফর রহমান খান আজাদ, আখতার হামিদ সিদ্দিকী, সাবিহউদ্দিন আহমেদ, এ কে এম মোশাররফ হোসেন, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মশিউর রহমান, আবুল খায়ের ভুঁইয়া, গাজী মাজহারুল আনোয়ার, অ্যাডভোকট মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়র আ ন হ আখতার হোসেইন, অধ্যাপক মাজেদুল ইসলাম, জাফরুল হাসান, জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদীন ভি পি, মনিরুল হক চৌধুরী, মেজর (অব.) কামরুল ইসলাম, সৈয়দ ওয়াহিদুল আলম, হেলালুজ্জামান তালুকদার লালু, ফজলুল হক আসপিয়া (সুনামগঞ্জ), নুরুল হুদা (চাঁদপুর), সৈয়দ মেহেদি আহমেদ রুমী, আবদুল হালিম, এম এ কাইয়ুম, শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম, ইসমাইল জবিউল্লাহ, ক্যাপ্টেইন (অব.) সুজাউদ্দিন আহমেদ, আবদুর রশীদ, ব্যারিস্টার হায়দার আলী, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, অধ্যাপিকা তাজমিরী ইসলাম, অধ্যাপিকা ডা. শাহিদা রফিক, অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, রোজী কবির, গোলাম আকবর খন্দকার, কাজী আসাদ, কবির মুরাদ, অধ্যাপক শাহজাহান মিয়া, একরামুজ্জামান, ফজলুর রহমান ( কিশোরগঞ্জ), হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, নাজমুল হক নান্নু, তাহমিনা রুশদি লুনা, ড. ইনামুল হক চৌধুরী, ডা. সিরাজুল ইসলাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সঞ্জীব চৌধুরী, আবদুল হক (সিলেট), অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট আফজাল এইচ খান, অ্যাডভোকেট কামরুল মুনির, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, অধ্যাপক আবদুল বায়েছ ভুঁইয়া, আফরোজা খান রীতা, আবদুস সালাম ( ঢাকা মহানগর), ময়নুল ইসলাম শান্ত, মো. শাহজাদা মিয়া, এসএস ফজলুল হক, কর্ণেল (অব.) এম এ লতিফ, ডা. মো. আবদুল কুদ্দুস, সৈয়দ আলমগীর হোসেন এমবিএ ও আমিনুল হক এফসিএ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান: বিচারপতি টিএইচ খান, এম মোরশেদ খান, হারুন আল রশীদ, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, মিসেস রাবেয়া চৌধুরী, অধ্যাপক আবদুল মান্নান, আবদুল মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর নাসির, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আবদুস সালাম পিন্টু, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মোসাদ্দেক আলী ফালু, ড.ওসমান ফারুক, মেজর জেনারেল( অব.) রুহুল আলম চৌধুরী, মেজর জেনারেল( অব.) মাহমুদুল হাসান, ইনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার আমীনুল হক, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী ও শওকত মাহমুদ।

মহাসচিব: মহাসচিব হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়ির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বে) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়াও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুবর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারন-অর-রশিদ, আসলাম চৌধুরী।

সম্পাদক: কোষাধ্যক্ষ: মিজানুর রহমান সিনহা। সাংগঠনিক সম্পাদক: ফজলুল হক মিলন (ঢাকা ), মাহবুবুর রহমান শামীম (চট্রগ্রাম) রুহুল কুদ্দুস তালুকদার দুলু (রাজশাহী) নজরুল ইসলাম মঞ্জু (খুলনা) আসাদুল হাবিব দুলু (রংপুর) ডা. শাখাওয়াত হোসেন জীবন (সিলেট) কর্নেল (অব.) আনোয়ারুল আজীম (কুমিল্লা) এমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ) বিলকিছ জাহান শিরিন (বরিশাল) শামা ওবায়েদ (ফরিদপুর)। বিশেষ সম্পাদক: ড. আসাদুজ্জামান রিপন, আবু নাসের মো. ইয়াহিয়া। প্রচার সম্পাদক: শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। আন্তর্জাতিক সম্পাদক: এহসানুল হক মিলন, মাহিদুর রহমান, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। মুক্তিয‍ুদ্ধ বিষয়ক সম্পাদক: কর্নেল (অব.) জয়নাল আবেদিন। আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, ব্যারিস্টার কায়সার কামাল। শিক্ষা বিষয়ক সম্পাদক: প্রফেসর ড. ওবাইদুর ইসলাম। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক : কামরুজ্জামান রতন। কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: জাকারিয়া সুমন। স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক: অধ্যাক্ষ সোহবার উদ্দিন। শিল্প বিষয়ক সম্পাদক: আবুল কালাম (চৈতি কালাম)। বাণিজ্য বিষয়ক সম্পাদক: সালাহ উদ্দিন আহমেদ। অর্থনৈতিক বিষয়ক সম্পাদক: খালেদ মাহমুদ সুজন। ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: হাজী ইয়াসিন আলী। গবেষণা বিষয়ক সম্পাদক: আবু সাঈদ খান খোকন। তথ্য বিষয়ক সম্পাদক: আজিজুল বারী হেলাল। জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক: প্রফেসর ওয়াহিদুজ্জামান। ব্যাঙ্কিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক: লায়ন হারুনুর রশিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক: আমিনুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আশরাফ উদ্দিন আহমেদ উজ্বল, মহিলা বিষয়ক সম্পাদক নুর-এ-আরা সাফা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: রাশেদা বেগম হীরা, শ্রমিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন (চট্টগ্রাম), কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, স্বাস্থ্য বিষয়ক বিষয়ক সম্পাদক ডাঃ ফাওয়াজ হোসেন শুভ, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ মহসিন, সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ গউছ, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাড গৌতম চক্রবর্তী, ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন (রংপুর), গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু (গাইবান্ধা), প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ হোসেন মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ রিয়াজুল ইসলাম রাজু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড আসাদুজ্জামান আসাদ, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, উপজাতি বিষয়ক সম্পাদক মা-মা-চিন, মৎসজীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান বাবু।

সহঃ সাংগঠনিক সম্পাদক: সহঃ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এ্যাড আব্দুস সালাম, সহঃ সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) শহীদুল ইসলাম বাবুল, সহঃ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জালাল মজুমদার, সহ: সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হারুনুর রশিদ হারুন, সহঃ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আব্দুল মমিন তালুকদার খোকা, সহঃ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত, সহঃ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ ইসলাম অমিত, সহঃ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, সহঃ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শামসুজ্জামান, সহঃ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) জাহাঙ্গীর হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) দিলদার হোসেন সেলিম, সহঃ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন মিলন, সহঃ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, সহঃ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহাবুবুল হক নান্নু, সহঃ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, সহঃ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোঃ আঃ আউয়াল খান, সহঃ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ওয়ারেছ আলী মামুন, সহঃ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), শরীফুল আলম, সহঃ সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাশুকুর রহমান মাশুক, সহঃ সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম, সহঃ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহঃ দফতর সম্পাদক মুনির হোসেন, সহঃ দফতর সম্পাদক বেলাল হোসেন, সহঃ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম, সহঃ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহঃ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সহঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সহঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাড ফাহিমা মুন্নী, সহঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সহঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনিন, সহঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকিরুল ইসলাম শাকিল, সহঃ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সৈয়দ একরামুল হক, সহঃ আইন বিষয়ক সম্পাদক এ্যাড খোরশেদ আলম, সহঃ আইন বিষয়ক সম্পাদক এ্যাড ইকবাল হোসেন, সহঃ আইন বিষয়ক সম্পাদক এ্যাড জাকির হোসেন, সহঃ আইন বিষয়ক সম্পাদক এ্যাড জয়নাল আবেদিন মেজবাহ, সহঃ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহঃ শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন (মেডিকেল কলেজ), সহঃ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন সাবু (লক্ষ্মীপুর), সহঃ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল বাশার, সহঃ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুল হক প্রিন্স, সহঃ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান, সহঃ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সহঃ প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক অপর্ণা রায়, সহঃ ব্যাঙ্কিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক খন্দকার মোক্তাদির (সিলেট), সহঃ মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস, সহঃ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, সহঃ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সহঃ ধর্ম বিষয়ক সম্পাদক জন গোমেজ, সহঃ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু অপু, সহঃ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, সহঃ শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহঃ শ্রমিক বিষয়ক সম্পাদক ফিরোজ বিমান, সহঃ কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী আবদুল্লাহ ফারুক, সহঃ সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, সহঃ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, সহঃ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী আমিনুল ইসলাম, সহঃ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোজাহার আলী প্রধান, সহঃ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শামসুজ্জামান, সহঃ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এ্যাড শফিকুল ইসলাম মিলন, সহঃ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, সহঃ প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ, সহঃ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নুসু, সহঃ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, সহঃ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অমিরুজ্জামান খান শিমুল, সহঃ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সহঃ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন (সৈয়দপুর), সহঃ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, সহঃ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহঃ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডঃ মোর্শেদ হাসান খান, সহঃ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুজ্জামান বাদল, সহঃ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খোকন, সহঃ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, সহঃ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার মনি, সহ তাতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ, সহঃ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফরহাদ হোসেন ডোনার, সহঃ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস এম রফিকুল ইসলাম (বাচ্চু), সহঃ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহঃ নার্সেস ও স্বাস্থ্য সহকারী বিষয়ক সম্পাদক মিসেস জাহানার বেগম, সহঃ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল কবির লাবু, সহঃ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান সালাউদ্দিন (বাবু), সহ প্রাবসী কল্যাণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম (ইউ কে) , সহঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আফজাল হোসেন সবুজ, সহঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আশরাফ উদ্দিন বকুল, সহঃ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ এস এম গালিব, সহঃ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন চৌধুরী পাহিন, সহঃ মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড আশিফা আশরাফি পাপিয়া, সহঃ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক (সিলেট), সহঃ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অবঃ) মনিষ দেওয়ান।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য (পুরনো): মোজাহার হোসেন (পঞ্চগড়), জেড.এম. মর্তুজা চৌধুরী তুলা(ঠাকুরগাঁও), রেজওয়ানুল হক (দিনাজপুর), আখতারুজ্জামান (দিনাজপুর), মিসেস রেজিনা ইসলাম (দিনাজপুর), মিসেস বিলকিস ইসলাম (নীলফামারী), নুর মোহাম্মদ মন্ডল( রংপুর), মিসেস সাঈদা রহমান জোৎস্না (রংপুর), তাসভিরুল ইসলাম (কুড়িগ্রাম), সাইফুর রহমান রানা (কুড়িগ্রাম), মিসেস রওশন আরা ফরিদ (গাইবান্ধা), ইঞ্জি. গোলাম মোস্তফা (জয়পুরহাট), সাইফুল ইসলাম (বগুড়া), রফিকুল ইসলাম (বগুড়া), মাহবুবুর রহমান হারিছ(বগুড়া), মিসেস লাভলী রহমান(বগুড়া), আলী আজগর হেনা (বগুড়া), আবদুল মান্নান (বগুড়া), শামসুল আলম প্রামানিক(নওগাঁ), রফিকুল ইসলাম দুলাল (রাজশাহী), মতিউর রহমান মন্টু(রাজশাহী), মিসেস কাজী হেনা(রাজশাহী), আবু সাঈদ চাঁদ(রাজশাহী), প্রফেসর কাজী গোলাম মোর্শেদ (নাটোর), আকবর আলী(সিরাজগঞ্জ), কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিশ (সিরাজগঞ্জ), মেজর (অবঃ) মনজুর কাদের(সিরাজগঞ্জ), মেজর (অবঃ) হানিফ (সিরাজগঞ্জ), সেলিম রেজা হাবিব (পাবনা), সিরাজ সরদার (পাবনা), হাবিবুর রহমান তোতা (পাবনা), এন. আই. খান (টাঙ্গাইল), ফকির মাহবুব আনাম স্বপন (টাঙ্গাইল), লুৎফুল মতিন (টাঙ্গাইল), এ্যাড. খালেদা পান্না (টাঙ্গাইল), এ্যাড. খন্দকার আহসান হাবিব (টাঙ্গাইল), সাঈদ সোহরাব (টাঙ্গাইল), সিরাজুল হক (জামালপুর), রশিদুজ্জামান মিল্লাত( জামালপুর), সুলতানা মাহমুদ বাবু (জামালপুর), শাহিদা আখতার রিতা (জামালপুর), মাহমুদুল হক রুবেল (শেরপুর), খুররাম খান চৌধুরী (ময়মনসিংহ), শাহ শহীদ সরওয়ার (ময়মনসিংহ), ইঞ্জি. মো.শামসুদ্দিন (ময়মনসিংহ), মিসেস নূরজাহান ইয়াসমিন (ময়মনসিংহ), ইঞ্জি. ইকবাল হোসেন (ময়মনসিংহ), ডা. মাহবুবুর রহমান লিটন (ময়মনসিংহ), রফিকুল ইসলাম হিলালী (নেত্রকোনা), এড. খোরশেদ আলম মিয়া (নেত্রকোনা), মিসেস লায়লা বেগম (কিশোরগঞ্জ), এ্যাড. খন্দকার আব্দুল হামিদ (মানিকগঞ্জ), বাবুল আহমেদ (মুন্সিগঞ্জ), মিসেস রহিমা সিকদার (মুন্সিগঞ্জ), এস.এ খালেক (ঢাক মহানগর), আহমেদ ইকবাল হাসান (ঢাকা মহানগর), ইসমাঈদল হোসেন বেঙ্গল (ঢাকা মহানগর), মুন্সী বজলুল বাসিত আনজু (ঢাকা মহানগর), মকবুল হোসেন (ঢাকা মহানগর), জসিমুদ্দিন মাহমুদ (ঢাকা মহানগর), মিসেস লিটা বশির (ঢাকা মহানগর), মিসেস মেহেরুন্নেছা হক (ঢাকা মহানগর), বেগম রাজিয়া আলিম(ঢাকা মহানগর), এম.এ. মজিদ(ঢাকা মহানগর), খুরশিদ আলী মোল্লা (ঢাকা), আলহাজ্ব তমিজ উদ্দিন(ঢাকা), মেজর (অবঃ) মিজানুর রহমান (ঢাকা), খন্দকার আবু আশফাক(ঢাকা), মিসেস শাহিনা খান(গাজীপুর), হাসান উদ্দিন সরকার(গাজীপুর), কাজী সাঈদুল আলম বাবুল(গাজীপুর), মজিবুর রহমান(গাজীপুর), মিয়া মো: সেলিম(নরসিংদী), মিসেস খালেদা ইয়াসমিন (নরসিংদী), ফেরদৌস আহমেদ খোকন(নরসিংদী), প্রফেসর রেজাউল করিম (নারায়নগঞ্জ), কাজী মনিরুজ্জামান মনির(নারায়নগঞ্জ), শাহ আলম(নারায়নগঞ্জ), এ্যাড. আবুল কালাম(নারায়নগঞ্জ), আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম(রাজবাড়ী), নাসিরুদ্দিন সাবু(রাজবাড়ী), শাহ মো: আবু জাফর(ফরিদপুর), শেখ আলী আশরাফ(ফরিদপুর), আবুল হোসেন(ফরিদপুর), মিসেস ইয়াসমিন আরা হক(ফরিদপুর), সৈয়দ মোদাররেস আলী ইসা(ফরিদপুর), সরওয়ার আজম খান(ফরিদপুর), কাজী হুমায়ুন কবির(মাদারীপুর), জামাল শরীফ হিরু(শরিয়তপুর), শফিকুর রহমান কিরণ (শরিয়তপুর), কাজী আনোয়ার হোসাইন(ব্রাহ্মণবাড়িয়া), আব্দুল খালেক (ব্রাহ্মণবাড়িয়া), তকদির হোসেন মো:জসিম(ব্রাহ্মণবাড়িয়া), রফিক শিকদার (ব্রাহ্মণবাড়িয়া), মঞ্জুরুল আহসান মুন্সী(কুমিল্লা), এ্যাড. ফেরদৌস ওয়াহিদ(কুমিল্লা), মনিরুল হক সাক্কু(কুমিল্লা), সৈয়দ জাহাঙ্গীর হোসেন(কুমিল্লা), জি এম ফজলুল হক(চাঁদপুর), ইঞ্জি.মমিনুল হক(চাঁদপুর), শফিক আহমেদ ভূইয়া (চাঁদপুর), আলহাজ্ব মো: জালাল উদ্দিন(চাঁদপুর), মোতাহের হোসেন পাটোয়ারী(চাঁদপুর), এস এম কামাল উদ্দিন চৌধুরী(চাঁদপুর), মোস্তফা খান সফরী (চাঁদপুর), আবুল কাসেম চৌধুরী(ফেনী), শাহানা আখতার সানু(ফেনী), জিয়াউদ্দিন মিষ্টার (ফেনী), এ্যাড মেসবাহউদ্দিন (ফেনী), গোলাম হায়দার বি এস সি(নোয়াখালী), এড. আবদুর রহিম(নোয়াখালী), কাজী মফিজুর রহমান(নোয়াখালী), সাইমুম বেগম(লক্ষীপুর), ফোরকান-ই-আলম (লক্ষীপুর), শফিউল বারী বাবু(লক্ষীপুর), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম), গাজী শাহজাহান জুয়েল (চট্টগ্রাম), মোস্তফা কামাল পাশা(চট্টগ্রাম), এম.শামসুল আলম (চট্টগ্রাম), কামাল উদ্দিন চৌধুরী (চট্টগ্রাম), বিচারপতি ফয়সল মাহমুদ ফায়েজি (চট্টগ্রাম), আনোয়ার হোসেইন (চট্টগ্রাম), মিসেস হাসিনা আহমেদ (কক্সবাজার), আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ (কক্সবাজার), সমিরণ দেওয়ান (খাগড়াছড়ি), রবীন্দ্র লাল চাকমা(রাঙ্গামাটি), শা চিং প্রু জেরী(বান্দরবান), নাসিরুদ্দিন চৌধুরী (সুনামগঞ্জ), মিজানুর রহমান (সুনামগঞ্জ), শফি আহমেদ চৌধুরী (সিলেট), আরিফুর হক চৌধুরী(সিলেট), ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী (সিলেট), আবুল কাহের শামীম(সিলেট), মিসেস খালেদা রব্বানী (মৌলভীবাজার), নাসের রহমান (মৌলভীবাজার), এবাদুর রহমান চৌধুরী (মৌলভীবাজার), হাজী মজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার), শেখ সুজাত মিয়া(হবিগঞ্জ) মাসুদ অরুন(মেহেরপুর), অধ্যাপক শহিদুল ইসলাম (কুষ্টিয়া), রেজা আহমেদ বাচ্চু মোল্লা(কুষ্টিয়া), ওহিদুল ইসলাম বিশ্বাস(চুয়াডাঙ্গা), শহীদুজ্জামান বেল্টু (ঝিনাইদহ), আব্দুল ওয়াহাব (ঝিনাইদহ), সাহানা রহমান রানী (ঝিনাইদহ), কাজী মনিরুল হুদা (যশোর), টি এস আইয়ুব (যশোর), আবুল হোসেন আজাদ (যশোর), মতিয়ার রহমান ফরাজি (যশোর), মিসেস চমন আরা (যশোর), কাজী সলিমুল হক (নড়াইল), শেখ মজিরুর রহমান (বাগেরহাট), এ্যাড ওয়াহিদুজ্জামান দীপু (বাগেরহাট), আলী আজগর লবি(খুলনা), মিসেস নার্গিস আলী (খুলনা), ডা. মামুন রহমান এফ সি এ (খুলনা), শরফুজ্জামান মুর্তজা (খুলনা), এ্যাড শফিকুল আলম মনা (খুলনা), কাজী সেকান্দার আলী ডালিম (খুলনা), মনিরুজ্জামান মনি (খুলনা), আলাউদ্দিন আহমেদ (সাতক্ষীরা), ডাঃ শহিদুল ইসলাম (সাতক্ষীরা), মতিয়ার রহমান তালুকদার (বরগুনা), নজরুল ইসলাম মোল্লা (বরগুনা), ইঞ্জি. ফারুক আহমেদ তালুকদার (পটুয়াখালী), শাহ মো: নেছারুল হক (পটুয়াখালী), নাজিম উদ্দিন আলম (ভোলা), হাফিজ ইব্রাহিম (ভোলা), মোশারফ হোসেন মঙ্গ‍ু(বরিশাল), আবুল হোসেইন খান(বরিশাল), মেসবাহউদ্দিন (বরিশাল), সরফুদ্দিন আহমেদ সান্টু (বরিশাল), ইঞ্জি. আব্দুস ছোবহান(বরিশাল), এ্যাড. আজিজুল হক আক্কাস (বরিশাল), মিসেস জিবা খান(ঝালকাঠি), হাচী নুরুজ্জামান (বাবুল গাজী)-(পিরোজপুর), আলমগীর হোসাইন (পিরোজপুর), রফিকুল ইসলাম মাহতাব (পিরোজপুর)

জাতীয় নির্বাহী কমিটির সদস্য (নতুন): মোজাম্মেল হোসেন, আব্দুল হামিদ, মামুন হাসান, মীর রবিউল ইসলাম লাভলু, খান বরিউল ইসলাম রবি, মাহবুবুল ইসলাম মাহবুব, শামসুজ্জামান সুরুজ, কাজী রফিক, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আকরামুল হাসান, মামুনুর রশিদ, হাসান মামুন, নুরুল ইসলাম নয়ন, হায়দার আলী লেলিন, বজলুল করিম চৌধুরী আবেদ, শেখ মো: শামীম, আব্দুল মতিন, ওমর ফারুক শাফিন, দুলাল হোসেন, আবু বকর সিদ্দিক, শামসুজ্জামান মেহেদী, ওবাইদুল হক নাছির, একরামুল হক বিপ্লব, রফিকুল ইললাম রাসেল, আবু সাঈদ, নাসিম আলী (শ্রমিক দল) সাইফুল ইসলাম পটু, অধ্যাপক আমিনুল ইসলাম, আবু তালেব (ফেনী), আলমগীর হোসেন (ভোলা), আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ড. খন্দ: মারুফ হোসেন (কুমিল্লা), শেখ রবিউল ইসলাম (ধানমন্ডি, ঢাকা), নাছিমা আক্তার কল্পনা (ঢাকা) এস এম শফিউজ্জামান খোকন (বগুড়া), মো: শুকরানা (বগুড়া), জয়নাল আবেদিন চান (বগুড়া), এ্যাড সাবেরুল ইসলাম সাবু (যশোর), মিসেস সাবেরা সুলতানা (যশোর), ফিরোজা বুলবুল কলি (যশোর), ফাহিম চৌধুরী (পিতা মৃত. জাহেদ আলী চৌধুরী, শেরপুর), এ্যাড রিনা পারভিন (পঞ্চগড়), আয়েশা সিদ্দিকা মনি (বাগেরহাট), নুর জাহান মাহবুব, পিয়ারা মোস্তফা, ফারিদা ইয়াসমিন (ঢাকা সিটি), এ্যাড সিমকি ইসলাম, এ্যাড আরিফা জেসমিন, এ্যাড মুন্নি (সিলেট), রুখসানা খানম মীতু, সেলিন রউফ চৌধুরী, এলিজা জামান (পিরোজপুর), মুক্তিযোদ্ধা মো:মাহফুজুল ইসলাম (হোমনা,কুমিল্লা), সাবেরা আলাউদ্দিন হেনা (কুমিল্লা), ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এ্যাড কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার ফকরুল ইসলাম, ব্যারিস্টার মীর হেলাল, এ্যাড, জিয়াউদ্দিন জিয়া, এ্যাড মোহাম্মদ আলী, এ্যাড তৌহিদুর রহমান তৌহিদ, মোশাররফ হোসেন (মালয়েশিয়া), আলহাজ মুকিত (সৌদি আরব), আব্দুর রহমান(সৌদি আরব), মোকশেদ আলী মঙ্গোলিয়া (মুক্তিযোদ্ধা), আবুল হোসনে (মুক্তিযোদ্ধা), কৃষিবিদ হাসান জাকির তুহিন (এ্যাব), রিজিয়া ইসলাম (জাসাস), হেলাল খান (জাসাস), সালাউদ্দিন ভূঁইয়া শিশির(জাসাস), মীর্জা ফয়সাল আমিন(ঠাকুরগাঁও), লুতফুজ্জামান বাবর (নেত্রকোনা), নুর মোহাম্মদ খান (টাঙ্গাইল), এস এ জিন্নাহ কবির (মানিকগঞ্জ), শেখ মজিবর রহমান ইকবাল (কিশোরগঞ্জ), জহুরুল ইসলাম বাবু (পাবনা),এ কে এম আনোয়ারুল ইসলাম (চাটমোহর, পাবনা), মোকলেসুর রহমান বাবুল (ঈশ্বরদী, পাবনা), মোকাদ্দেস আলী (সিরাজগঞ্জ), সাইদুর রহমান বাচ্চু (সিরাজগঞ্জ), ফয়সাল আলীম (জয়পুরহাট), ওবায়দুল হক চন্দন (জয়পুরহাট), নাদিম মোস্তফা (রাজশাহী), শাহরিন ইসলাম তুহিন (নীলফামারী), এ্যাড মিজানুর রহমান চৌধুরী (নীলফামারী), এ্যাড. রাজিব হাসান প্রধান (নীলফামারী), ফরহাদ হোসেন আজাদ(পঞ্চগড়), গিয়াস উদ্দিন (নারায়নগঞ্জ), দিপু ভূইয়া (নারায়নগঞ্জ), আব্দুল মান্নান (নারায়নগঞ্জ), ইকবাল হোসেন (নারায়নগঞ্জ), ডা. মাজহারুল আলম (গাজীপুর), মীর্জা খোকন, রমেশ চন্দ্র, দেবাশীস রায় মধু, উদয় কুমার বড়ুয়া, সুশীল বড়–য়া, নিপুন রায় চৌধুরী, তাবিথ আওয়াল (ঢাকা), হুম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম), ডা:শহিদ হাসান, আনোয়ার হোসেন বুলু (নওগাঁ), মিসেস রাবেয়া আলী(নেত্রকোনা), নাজিম উদ্দিন মাস্টার (কেরানীগঞ্জ, ঢাকা), মিসেস আওরঙ্গ (শরীয়তপুর), আব্দুল মতিন (চাদপুর), এ্যাড এ বি এম জাকারিয়া (নোয়াখালী), মশিউর রহমান বিপ্লব (ফেনী) ও সাইফুল ইসলাম মার্শাল (রাজশাহী)।

আপনি আরো পড়তে পারেন

খালেদার উপদেষ্টা ৭৩, আছেন ইলিয়াসের স্ত্রী লুনা

বিএনপির সদ্য ঘোষিত কমিটি থেকে ফালুর পদত্যাগ

নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত মির্জা ফখরুল

বিএনপির নতুন কমিটিতে সালাউদ্দিন কাদেরের ছেলে

‘রিমান্ডে জঙ্গীরা বলে, মেরে ফেলেন, জান্নাতে যাবো’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.