৭৭ বেসরকারি প্রতিষ্ঠানকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি
- Details
- by নিজস্ব প্রতিবেদক
দেশে করোনার সংক্রমণ শনাক্তের লক্ষ্যে সারাদেশের ৭৭টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
৭৭ বেসরকারি প্রতিষ্ঠানকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি, ফাইল ছবি
এতে বলা হয়, নিম্নবর্ণিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে (৭৭টি) উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে নির্ধারিত শতাবলী প্রতিপালনের শর্তে কোভিড-১৯ রোগ নির্ণয়ের এ অনুমতি দেওয়া হলো। কোভিড-১৯ টেস্ট করার ক্ষেত্রে শর্তসমূহ হলো-
# কোভিড-১৯ টেস্টের উপযুক্ত বলে তারাই বিবেচিত হবেন যারা ভাইরাসটির সংক্রমণের উপসর্গ বা লক্ষণযুক্ত যেমন- সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মুখে স্বাদ না পাওয়া, মাথা ব্যাথা, নাকে ঘ্রান না পাওয়ায়, ডায়রিয়া ইত্যাদি এবং বিগত ১০ দিনের মধ্যে করোনা রোগীর সরাসরি সংস্পর্শে এসেছেন।
বাংলাদেশে করোনার নমুনা সংগ্রহ, ফাইল ছবি
# এন্টিজেন টেস্টের পর রিপোর্ট পজিটিভ এলে তা স্বাস্থ্য অধিদপ্তরের (DHIS -2) সার্ভারে এন্ট্রি দিতে হবে। অন্যদিকে, ফলাফল নেগেটিভ আসলে রিপোর্ট না দিয়ে আরটি-পিসিআর ল্যাব হতে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং সেই রিপোর্ট উল্লিখিত সার্ভারে এন্ট্রি দিতে হবে।
# টেস্টে ব্যবহারের জন্য অনুমোদিত কিটের নামসমূহ হলো- Standard Q COVID-19 Ag Test kits- SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA).
# টেস্টের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৭০০ (সাত শত) টাকা। বিশেষ ক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহের জন্য অতিরিক্ত ৫০০ (পাচঁ শত) টাকা চার্জ রাখা যেতে পারে। তবে একাধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০ টাকাই হবে। অর্থাৎ বেশি হবে না।
# রিপোর্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা হতে আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে ফোকাল পার্সন হিসেবে ডা. অনুপম, এমআইএস, মোবাইল নম্বর- ০১৩২১১৭৩৮৬০। ই-মেইল- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) এর সঙ্গে যোগাযোগা করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর একজন করে ফোকাল পার্সন থাকবেন, যিনি হবেন মেডিকেল অফিসার সমমর্যাদার।
# সব বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ পরিচালক বা সিভিল সার্জন অথবা ইউএইচএফপিও মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হলো।
এন্টিজেন্ট টেস্টের অনুমতি পাওয়া ৭৭টি প্রতিষ্ঠানগুলো হলো-
১। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, প্লট নং-৭/২, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬। ২। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ২৬/৪, দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬। ৩। গ্রিন লাইফ হাসপাতাল লিমিটেড, ৩২, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ৪। থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড, কনফিডেন্স সেন্টার,(১২ তম ফ্লোর), কে-৯, প্রগতি সরণি, শাহজাদপুর, গুলশান, ঢাকা- ১২১২। ৫। থাইরয়েড কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বাড়ি নং- ১০৬, রোড নং-০৭, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ৬। ডেলটা হাসপাতাল লিমিটেড, ২৬/২, প্রিন্সিপাল আবুল কাসেম রোড, মিরপুর, ঢাকা-১২১৬। ৭। সানি ডায়াগনস্টিক মুগদা, ৪৫/১-এফ, নর্থ মুগদা, ঝিলপাড়, ঢাকা-১২১৪। ৮। ইউনাইটেড হসপিটাল লিমিটেড, প্লট-১৫, রোড-৭১, গুলশান, ঢাকা-১২১২। ৯। ফারাবী জেনারেল হাসপাতাল লি., হাউজ নং-৮/৩, রোড-১৪(নিউ), ধানমন্ডি, ঢাকা-১২০৯। ১০। সি আর এল ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২), ১৫১/৭, ৩য় ফ্লোর, ৩/এ, গ্রীনরোড, ঢাকা-১২০৫।
১১। নোভাস, ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লি., ১/১/বি, পরিবাগ, ঢাকা-১০০০। ১২। ওয়েসিস হসপিটাল, সোবহানিঘাট সিলেট। ১৩। এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সাভার, ঢাকা। ১৪। হাইটেক মাল্টিকেয়ার হসপিটাল লি., ১৬৪, ইস্ট কাফরুল, ঢাকা-১২০৬। ১৫। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লি., নিউ বিল্ডিং অফ শেভরন-হালিশহর শাখা, শান্তিবাগ, চট্টগ্রাম। ১৬। আল-মানার হাসপাতাল লি., প্লট নং-৩, ব্লক নং- ই, সাতমসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ১৭। ভিক্টোরিয়া হেল্থ কেয়ার লি., কসমোপলিটন সেন্টার (২য় তলা) ২২/২ বার রোড, মোহাম্মদপুর, ঢাকা- ১২০৭। ১৮। ডি এম এফ আর মল্যিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক বিডি লিমিটেড, নাভানা নিউবেরি প্লেস, ৪/১/এ, সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭। ১৯। প্রাভা হেল্থ অ্যান্ড বাংলাদেশ লি., প্লট-৯, রোড-১৭, ব্লক-সি, বনানী, ঢাকা-১২১৩। ২০। বায়েমেড ডায়াগনস্টিকস, নাভানা নিউবেরি প্লেস, ৮ম তলা, ৪/১/এ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা- ১২০৭।
২১। জাহান আরা ক্লিনিক লিমিটেড, হাউজ-২ অ্যান্ড ৪, রোড-১, সেক্টর-১, উত্তরা মেডিকেল টাউন, ঢাকা-১২৩০। ২২। আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, ৮৭, পুরানা পল্টন লেন, পল্টন টাওযার, থার্ড ফ্লোর, ঢাকা- ১০০০। ২৩। আজগর আলী হসপিটাল, ১১১/১/এ, ডিসটিলিয়ারী রোড, গেন্ডারিয়া , ঢাকা-১২০৪। ২৪। প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, হোসাফ টাওয়ার, ৪র্থ ফ্লোর, মালিবাগমোড়, ঢাকা। ২৫। ইব্রাহিম জেনারেল হাসপাতাল, কমার্সিয়াল প্লট নং- (২৭,২৮), মেইন রোড-১, সেকশন-৬, মিরপুর, ঢাকা-১২১৬। ২৬। ডা. ফরিদা হক মেমোরিয়াল ইব্রাহিম জেনারেল হসপিটাল, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর। ২৭। শহীদ খালেক ইব্রাহিম জেলারেল হসপিটাল ৪/১, র্যা নকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩। ২৮। মহিলা ও শিশু হাসপাতাল, প্লট নং- ৩০, সেক্টর-৮, হাসপাতাল রোড, উত্তরা, ঢাকা। ২৯। ফেমাস স্পেশালাইজড হসপিটাল, হাউজ-০৫, ব্লক-এইচ, মেইন রোড, মেরাদিয়া বাজার, বনশ্রী, ঢাকা।
৩০। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, হাউজ-৪৮, রোড-৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯। ৩১। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ১/১-সি, কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২১৬। ৩২। ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, হাউজ-৬৮, জেল রোড, ঘোপ, যশোর। ৩৩। ইবনে সিনা ডি, ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, হাউজ-৫২, গরিব-ই- নেওয়াজ এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা- ১২৩০। ৩৪। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, হাউজ-বি, জলেশ্বর, আরিচা রোড, সাভার, ঢাকা- ১৩৪০। ৩৫। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মালিবাগ, হাউজ ৪৭৯, ডি আই টি রোড, মালিবাগ, ঢাকা- ১২১৭। ৩৬। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মিরপুর, হাউজ ১১, এভিউনিউ-৩, রূপনগর, মিরপুর-২, ঢাকা-১২১৬। ৩৭। ইবনে সিনা হাসপাতাল, হাউজনং-৬৪, রোড নং-১৫/এ, ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৯। ৩৮। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড সোবহানিঘাট পয়েন্ট, সিলেট। ৩৯। ইবনে সিনা ডি. ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, দয়াগঞ্জ, ২৮, দয়াগঞ্জ (হাট লেন), গেন্ডারিয়া, ১২০৪। ৪০। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, লালবাগ লিঃ, ২৭/৪, ঢাকেশ্বরী রোড, লালবাগ, ঢাকা-১২১১। ৪১। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, চট্টগ্রাম,১২/১, রোড-২, কাতালগঞ্জ আর/এ, পাচঁলাইশ, চট্টগ্রাম। ৪২। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, বগুড়া, হাউজ-১১০৩/১১১৬, কানোজগাড়ী, শেরপুর রোড, বগুড়া। ৪৩। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, কেরানীগঞ্জ, হাউজ- মা প্লাজা, কদমতলী মোড়, জিনজিরা, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০। ৪৪। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, কুমিল্লা, ২৯, কোটবাড়ী রোড, টমসম ব্রীজ, কুমিল্লা- ৫০০। ৪৫। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, চ-৭২/১, প্রগতি স্মরণী, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।
৪৬। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ২১, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা- ১২০৭। ৪৭। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ, ২৩/২, খিলজী রোড, শ্যামলী, ঢাকা-১২০৭। ৪৮। গুলশান ক্লিনিক লিঃ ১৩-গ, প্রগতি স্মরণী, শাহাজাদপুর, গুলশান, ঢাকা-১২১২। ৪৯। মেডিকেল সেন্টার হাসপাতাল, ৯৫৩, ও, আর নিজাম রোড, পাচঁলাইশ, চট্রগ্রাম-৪০০০। ৫০। অথেনটিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লি., ৭১/৪, হোসেনী দালান রোড, চাঁনখারপুল, ঢাকা ১২১৯। ৫১। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি., ৭৪জি/৭৫, পিকক স্কয়ার, নিউ এয়ারপোর্ট রোড, মহাখালী, ঢাকা-১২১৫। ৫২। মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মুন্ন সিটি, গোয়ালন্দ, মানিকগঞ্জ। ৫৩। ইসলামি ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টন, ৭১-৭২, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০। ৫৪। ইসলামি ব্যাংক হসপিটাল মিরপুর, প্লট নং- ৩১, মেইন রোড- ০৩, ব্লক-ডি, সেকশন-১১, মিরপুর, ঢাকা- ১২১৬। ৫৫। ডায়নামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক-আপ, ৫৮ ইস্ট হাজীপাড়া, ৩ তলা, ডিআইটি রোড, রামপুরা, ঢাকা-১২১৯। ৫৬। এভারকেয়ার হসপিটাল ঢাকা, প্লট-৮১, ব্লক-ই, বসুন্ধরা আর/এ, ঢাকা-১২২৯। ৫৭। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সিরাজগঞ্জ। ৫৮। হেলথ ল্যাবস লি., ১০৪১/২ এ পূর্ব শেওরাপাড়া, বেগম রোকেয়া স্মরণী, মিরপুর, ঢাকা-১২১৬। ৫৯। ট্রমা সেন্টার অ্যান্ড এও অর্থপেডিক হসপিটাল (প্রা.) লি., ২২/৮/এ, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা- ১২০৭। ৬০। টি এম এস এস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, রংপুর হাইওয়ে, ঠ্যাংগামারা, বগুড়া।
৬১। মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি., (ধানমন্ডি শাখা),হাউজ-৭১/এ, রোড ৫/এ, ধানমন্ডি আর/এ, ঢাকা। ৬২। কে সি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লি., ২৬২০, নোয়াপাড়া, দক্ষিনখান, উত্তরা, ঢাকা-১২৩০। ৬৩। লুবানা জেনারেল হাসপাতাল (প্রা.) লি., ৯, গরীব-ই-নেওয়াজ এভিনিউ, সেক্টর -১৩, উত্তরা মডেল টাউন, ঢাকা। ৬৪। মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি., (ইংলিশ রোড শাখা), ৩১ জনসন রোড, ইংলিশ মৌচাকা। ৬৫। মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি., (মালিবাগ শাখা), হোসাফ টাওয়ার, ৬/৯, আউটার সার্কুলার রোড, মালিবাগ মোড়, ঢাকা। ৬৬। মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি., (মিরপুর শাখা), প্লট নং- ২৯-৩০, ব্লক-খ, রোড-১, সেকশন-৬, মিরপুর, ঢাকা। ৬৭। এ এম জেড হাসপাতাল লিমিটেড, চ-৮০/৩, স্বাধীনতা স্মরণী- (প্রগতি স্মরণী), নর্থ বাড্ডা, ঢাকা-১২১২। ৬৮। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজ, তেতুইবাড়ী, কাশিমপুর, গাজীপুর। ৬৯। সাজেদা হাসপাতাল, চাঁটগাও, জিনজিরা, কেরানীগঞ্জ, ঢাকা। ৭০। ম্যাক্সলাইফ মেডিকেল সার্ভিসেস, ২১৮,৪৭/এ, মিটফোর্ড রোড, ঢাকা-১১০০। ৭১. প্রেসক্রিপশন পয়েন্ট, বা শাখা, গ-১৩৬, নর্থ বাড্ডা, প্রগতি স্মরণ, ঢাকা-১২১২। ৭২। ব্রাহ্মণবাড়ীয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ঘাটরা, ব্ৰাহ্মণবাড়ীয়া। ৭৩। সি এস সি আর (প্রাইভেট) লিমিটেড, ১৬৭৫/এ, ও,আর, নিজাম রোড, চট্টগ্রাম। ৭৪। সততা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-২, চৌধুরী কমপ্লেক্স, হসপিটাল রোড, নীচাবাজার, নাটোর। ৭৫। সততা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-১, ঢাকা রোড, রইছ প্লাজা, কানাউখালী, নাটোর। ৭৬। এ এফ সি হেল্থ- ফরটিস হার্ট ইনস্টিটিউট (খুলনা ইউনিট), ইন অ্যাসোসিয়েশন ওয়িথ এস্কর্ট হার্ট অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড, এ-১৭, মজিদ সরণি, সোনাডাঙ্গা, খুলনা-৯১০০। ৭৭। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ১, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০।
এ ছাড়া মহাখালীর আইসিডিডিআর’বিতেও অ্যান্টিজেন টেস্ট করানো যাবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.