আপনি পড়ছেন

ইসমাইল হানিয়া, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের প্রধান। চলতি সপ্তাহের শুরুতে ফের সংগঠনটির প্রধান নির্বাচিত হন তিনি। ফিলিস্তিনিরা হামাসকে তাদের স্বাধীনতাকামী এবং হানিয়াকে স্বাধীনতা আন্দোলনের ‘নায়ক’ হিসেবে বিবেচনা করে থাকেন। তবে পশ্চিমাদের বেলায় ঠিক এর উল্টোটা, তারা মনে করে- হামাস একটি ‘সন্ত্রাসী সংগঠন’ আর হানিয়া একজন ‘সন্ত্রাসী’।

ismail haniyehইসমাইল হানিয়া, ফাইল ছবি

আলজাজিরা, সিএনএনএন ও নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, হামাসের প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রভাবশালী নেতা খালেদ মিশাল। ২০১৭ সালের ৬ মে তার স্থলাভিষিক্ত হয়ে দিনকে দিন প্রভাব ও নিয়ন্ত্রণ মজবুত করে চলেছেন ইসমাইল হানিয়া। ১৯৬২ সালে গাজার একটি শরণার্থী ক্যাম্পে জন্ম নেয়া এই মানুষের হাত ধরে হামাস ২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়, তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সরকারকে ক্ষমতায় বসতে দেয়া না হলেও সফলভাবে গাজা পরিচালনা করে আসছে তার দল হামাস।

বিশ্লেষকেরা বলছেন, আগামী দিনে তার নেতৃত্ব ও ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলন আরো সুসংহত হবে, যার প্রমাণ ইসরায়েলের সঙ্গে তাদের সাম্প্রতিক যুদ্ধ। গত মে মাসের ১১ দিনের ওই সংঘাতে ইসরায়েলকে নাকানিচোবানি খাইয়েছে হামাসের নেতৃত্বে ফিলিস্তিনিরা। সে কারণেই হানিয়া এখন লক্ষ্যবস্তু হয়েছেন তেল আবিবসহ পশ্চিমাদের।

khaled mashaal ismail haniyaইসমাইল হানিয়া ও খালেদ মিশাল, ফাইল ছবি

মাছ ধরা এক আরবের সন্তান ইসমাইল হানিয়া ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা থেকে আরবি সাহিত্যে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার সময় মিশরভিত্তিক প্রাচীন সংগঠন আল ইখওয়ান তথা মুসলিম ব্রাদারহুডের মতাদর্শে উদ্ভুদ্ধ হন তিনি। পরে ১৯৮৭–৮৮ সালে হামাসের সঙ্গে যুক্ত হন, জেল খাটেন দীর্ঘদিন, নির্বাসিত হন লেবাননে, সেখান থেকে ফিরে আবারো সক্রিয় হন হামাসে।

১৯৯৭ সালে হামাসের প্রতিষ্ঠাতা প্রধান আহমেদ ইয়াসিনের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন ইসমাইল হানিয়া। ২০১৩ সালের এপ্রিলে সংগঠনটির উপ-প্রধান নিযুক্ত, ২০০৬ সালের জানুয়ারিতে নির্বাচনে বিপুল বিজয় নিয়ে মার্চে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর শপথ নেন, প্রথম বিদেশ সফরে ইরানে যান, ডিসেম্বরে হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান, ফাতাহর (বর্তমান আব্বাস মাহমুদের নেতৃত্বাধীন দল) বিরুদ্ধে আঙ্গুল তুললে ২০০৭ সালের জুনে হানিয়া সরকারকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে ফাতাহকে হটিয়ে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস, পশ্চীম তীর শাসন করে ফাতাহ।

ismail haniyeh 2ইসমাইল হানিয়া, ফাইল ছবি

সম্প্রতি উভয় সংগঠনের ঐকমত্যে ফের ফিলিস্তিনে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন মাহমুদ আব্বাস, যা পরে ঝুলে যায়। একই সঙ্গে গাজার সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে কয়েক মাস আগে বড় ধরনের সামরিক মহড়া দেয়া হয়। এই ঐক্য প্রচেষ্টার পেছনের অন্যতম কারিগর হচ্ছেন ২০১৯ সালের ডিসেম্বরে তুরস্ক সফরে গিয়ে এরদোয়ানের সঙ্গে বৈঠক করা ইসমাইল হানিয়া।

এ বিষয়ে ফিলিস্তিনি লেখক ও বিশ্লেষক হুসাম আন দাজানি বলছেন, গাজার রাজনীতিতে ভারসাম্য আনা ১৩ সন্তানের জনক হানিয়া একজন সহানুভূতিশীল মানুষ। শান্তি, ঐক্য ও স্থিলিশীলতার প্রতি যার রযেছে অগাধ সমর্থন। তবে হানিয়ার উত্থান ও হামাসের গাজা নিয়ন্ত্রণকে মেনে নিতে পারছে না পশ্চিমারা। সে কারণে সংগঠনটিসহ তাকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

হানিয়ার সরকারকে স্বীকৃতি না দিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল বৈধতা দিয়ে আসছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সরকারকে। বেশ কয়েকবার হত্যাচেষ্টার শিকার হন ইসমাইল হানিয়া, যার সবগুলোর পেছনে ইসরায়েল ও ফাতাহর যোগসাজশ থাকার অভিযোগ রয়েছে। তিনি বলে থাকেন, দখলদার ইহুদি সরকারকে (ইসরায়েল) তারা কখনো স্বীকৃতি দেবেন না। তাদের হাত থেকে জেরুজালেম তথা বায়তুল মোকাদ্দাস মুক্ত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাবেন তিনি।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.