আপনি পড়ছেন

সম্প্রতি তালেবানের সঙ্গে চুক্তি করে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর তালেবান ক্ষমতায় ফেরায় দেশটিতে ফের সামরিক ও গোয়েন্দা অপারেশন চালানোর পরিকল্পনা শুরু করেছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে প্রতিবেশী পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জন্য ইসলামাবাদের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশটি। 

india us pakistanযুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের পতাকা

তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, পাকিস্তান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির খুব কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন আইনপ্রণেতা তথা কংগ্রেস সদস্যদের এই ক্লাসিফায়েড বিষয়ে ব্রিফ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন এ সময় চুক্তির বিস্তারিত জানায়।

খবরে বলা হয়, সন্ত্রাস বিরোধী লড়াই এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মার্কিন সহযোগিতার বিনিময়ে এমন চুক্তির বিষয়ে আগ্রহ দেখিয়েছে পাকিস্তানও। সমঝোতা স্মারক বা এমওইউ সই নিয়ে দুই দেশের মধ্যে শর্ত নিয়ে দর কষাকষি চলছে। বিষয়টি এখনো চূড়ান্ত না হওয়ায় পরিবর্তনও আসতে পারে।

taliban govতালেবান সরকারের মন্ত্রীরা, ফাইল ছবি

হোয়াইট হাউস বলছে, মার্কিন সেনারা চলে যাওয়ায় আফগানিস্তানে ইসলামিক স্টেট বা আইএসসহ অন্য জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠছে। এসব গোষ্ঠীকে দমন করতে ফের তৎপরতা চালাতে চায় তারা। এ জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অপারেশন পরিচালনা করতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা প্রয়োজন।

তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ইমরান খান সরকার বলে আসছে, তাদের দেশে মার্কিন উপস্থিতি মেনে নেয়া হবে না। এমনকি তাদের আকাশসীমাও যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দেবে না তারা। এর মধ্যেই দুই দেশের মধ্যে চুক্তির সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশিত হলো।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবান চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে উঠছে। এতে যুক্তরাষ্ট্রের চিন্তা ক্রমেই বাড়ছে, যা সংশ্লিষ্ট পক্ষগুলোর সবশেষ তৎপরতায় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এ নিয়ে ভারতও বেশ চিন্তায় রয়েছে বলে মনে করা হয়।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.