আপনি পড়ছেন

চলতি ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে বিশ্বের যে দুটি দেশ সবচেয়ে বেশি আলোচনায়, তার একটি ইউক্রেন। মূূূলত পূর্ব ইউরোপের এ দেশটি রাশিয়ার পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। ৬ লাখ ৩ হাজার ৬২৮ বর্গমাইলের এই দেশের জনসংখ্যা প্রায় ৪ কোটি ৩০ লাখ। এদের বেশির ভাগ খ্রিস্টান ধর্মের অনুসারী। ইসলাম দেশটির চতুর্থ বৃহত্তম ধর্ম। ইউক্রেনের মোট জনসংখ্যার ০.৬ থেকে ০.৯ শতাংশ মানুষ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মটি পালন করেন। কারো কারো মতে এ হার ১ থেকে ২ শতাংশ।

mosque of ukraineইউক্রেনের একটি মসজিদ

২০১২ সালের এক পরিসংখ্যান মতে, ইউক্রেনে মুসলমানের সংখ্যা ৫ লাখ। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইটের তথ্যমতে, ২০২২ সালে সেখানে মুসলমানের সংখ্যা (অফিশিয়ালি) প্রায় ৬ লাখ ৯৫ হাজার, যা তাদের মোট জনসংখ্যার ১.৭ শতাংশ। একসময় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দেশটিতে প্রায় দেড় হাজার মসজিদ ছিল। পরে কমিউনিস্ট শাসনামলে সেসব মসজিদ ধ্বংস করে দেওয়া হয়। বর্তমানে সেখানে ১৬০টি মসজিদ আছে বলে জানা যায়। যেগুলোর মধ্যে কয়েকটি বেশ সুন্দর, আকর্ষণীয়। এমনই অনিন্দ্যসুন্দর ৭টি মসজিদ নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন-

ওজবেক হান মসজিদ, স্টারি ক্রিম

মঙ্গোল নেতা উজবেগ হানের শাসনামলে ১৩১৪ সালে নির্মিত ওজবেক হান মসজিদটি পূর্ব ইউরোপের প্রাচীনতম মসজিদ বলে ধারণা করা হয়। ১৮ বছর পর মসজিদটির পাশে মাদরাসার জন্য অবকাঠামো তৈরি করা হয়। সোভিয়েত শাসনামলে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ২০১৭ সালে ছাদে নতুন টালি, নতুন মিম্বর এবং নতুন আরবি শিলালিপি দিয়ে মসজিদটি পুনঃনির্মাণ করা হয়।

ozbek han mosque and juma jami mosqueওজবেক হান মসজিদ ও জুমা জামে মসজিদ

জুমা জামে মসজিদ, ইয়েভপাটোরিয়া

অটোমান-প্রভাবিত স্থাপত্যে নির্মিত জুমা জামে মসজিদটি ১৫ শতকের মাঝামাঝি সময়ে ক্রিমিয়ান নেতা এবং অটোমান মিত্র ডেভলেট গিরে আই দ্বারা চালু করা হয়েছিল। মসজিদটি নির্মাণের জন্য গিরে বিখ্যাত উসমানীয় স্থপতি ইস্তাম্বুলের সুলেমানিয়ে মসজিদ ও বসনিয়ার মোস্টার ব্রিজ নির্মাতা মিমার সিনানকে নিয়োগ করেছিলেন। মাল্টি-গম্বুজ কাঠামোর এ মসজিদটির কাজ সম্পন্ন হয়েছিল ১৫৬৪ সালে। পরবর্তীতে ইউক্রেনের কমিউনিস্ট শাসকরা মসজিদটিকে একটি জাদুঘরে পরিণত করেছিল এবং ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এতে আবারো নামাজ আদায় শুরু হয়।

সুলতান সুলেমান মসজিদ, মারিউপোল

ইউক্রেনের সবচেয়ে অলঙ্কৃত মসজিদগুলোর মধ্যে একটি মারিউপোলের সুলতান সুলেমান মসজিদ। অটোমান সুলতান সুলেমান এবং তার ইউক্রেনীয় স্ত্রী রোক্সেলানার সম্মানে মারিউপোল শহরের আজভ সাগরের তীরে এটি নির্মিত হয়েছিল। তুর্কি ব্যবসায়ী সালিহ সিহানের অর্থায়নে সেটি মেরামত করে ২০০৭ সালে আবারো নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়। সম্প্রতি খবর ছড়িয়ে গিয়েছিল যে, রুশ বাহিনীর হামলায় মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। অবশ্য পরে জানা যায়, বোমাগুলো কম্পাউন্ডের ৭০০ মিটার দূরে পড়েছিল।

sultan suleiman mosque and ar rahma mosqueসুলতান সুলেইমান মসজিদ ও আর রাহমা মসজিদ

আর রাহমা মসজিদ, কিয়েভ

ইউক্রেনের রাজধানীতে নির্মিত প্রথম এ মসজিদটি ২০০১ সালে যাত্রা শুরু করে। শেকাভিৎসা পর্বতের ঢালে তৈরি এ মসজিদটিতে ৩ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটিতে রয়েছে তিনটি হল, যা ৩ হাজার ২০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং এর মিনারটি ২৭ মিটার উঁচু। মজার ব্যাপার হচ্ছে, ১৯১৩ সালে স্থানীয় গভর্নর মিখাইল সুকোভকিন গোগোলিভস্কা স্ট্রিটে এ মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কয়েক দশকের যুদ্ধ, বিপ্লব ও আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে সেটি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯৪ সালে এটির নির্মাণকাজ শুরু হয়, যা শেষ হয় ২০০১ সালে।

খারকিভ ক্যাথেড্রাল মসজিদ, খারকিভ

খারকিভ ক্যাথেড্রাল মসজিদটি ১৯০৬ সালে নির্মিত হয়েছিল, তবে ১৯৩৬ সালে সোভিয়েত ইউনিয়ন সেটি ধ্বংস করে দেয়। তারা যুক্তি দেখিয়েছিল, মসজিদটি লোপান নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করেছিল এবং তাই এটি অপসারণ করা দরকার। পরে তারা এটি ধ্বংস করে দেয়। ১৯৯৯ সালে, একই স্থানে এবং একই স্থাপত্য নকশা ব্যবহার করে মসজিদটি পুনঃনির্মাণের কাজ শুরু হয়। ২০০৬ সালে সেটিতে নামাজ আদায় শুরু হয়।

kharkiv cathedral mosque and buyuk juma jamiখারকিভ ক্যাথেড্রাল মসজিদ ও বুয়ুক জুমা জামি মসজিদ

বুয়ুক জুমা জামে মসজিদ, সিমফেরোপল

১৯৯৬ সাল থেকে পরিকল্পনা চলছিল। অবশেষে ২০১৫ সালে রাশিয়ার ক্রিমিয়ান উপদ্বীপকে সংযুক্ত করার পর বুয়ুক জুমা জামে মসজিদের কাজ শুরু হয়। এটি নির্মাণে ১ কোটি ডলারের সিংহভাগই দেয় তুরস্ক। এটি চালু হলে তা হবে ক্রিমিয়ান উপদ্বীপের বৃহত্তম মুসলিম প্রতিষ্ঠান। ১ হাজার ৪০০ বর্গমিটার জায়গা জুড়ে নির্মিত বুয়ুক জুমা জামে মসজিদে ৪ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। এতে ৫০ মিটার উচ্চতার চারটি মিনার এবং ২৮ মিটার উচ্চতার একটি গম্বুজ নির্মাণ করা হচ্ছে।

the al salam mosqueআল-সালাম মসজিদ এবং আরবীয় সাংস্কৃতিক কেন্দ্র

আল-সালাম মসজিদ এবং আরবীয় সাংস্কৃতিক কেন্দ্র, ওডেসা

১৯ শতকে নেতৃস্থানীয় আজারবাইজানীয় স্থপতি কারবালাই সাফিখান কারাবাখি ওডেসা শহরের কেন্দ্রস্থলে একটি মসজিদ নির্মাণ করে আস-সালাম মসজিদ নামকরণ করেন এবং এর পাশের জমিটিকে একটি মুসলিম কবরস্থানে পরিণত করা হয়। সোভিয়েত যুগে আসল মসজিদটি ধ্বংস হয়ে গিয়েছিল। ১৯৯২ সালে ক্রিমিয়ান তাতাররা নির্বাসন থেকে ফিরে ওডেসা মুসলিম সোসাইটি প্রতিষ্ঠা করে, যা বর্তমান মসজিদের অগ্রদূত। মুরিশ স্থাপত্য, পাথরের খিলান এবং জটিল ক্যালিগ্রাফি দিয়ে ডিজাইন করা একটি নতুন মসজিদ ২০০১ সালে নামাজের জন্য খুলে দেওয়া হয়। কিভান আদনান নামে একজন সিরিয়ান ব্যবসায়ী এর সমস্ত ব্যয়ভার বহন করেন।

মিডলইস্টআই অবলম্বনে

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.