দীর্ঘদিন ধরেই আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে কাতালানরা। টানাপোড়েনের কারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে বেগ পেতে হচ্ছে ক্লাবটিকে। এরপরও আসন্ন দলবদলে প্রয়োজনীয় খেলোয়াড় কিনতে হেড কোচ জাভি হার্নান্দেজের ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে জায়ান্টরা। প্রতিটি পজিশনের জন্য দুজন সেরা পারফর্মার ভেড়ানোর পরিকল্পনা করছে তারা। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

xavi hernandez 13বার্সা বস জাভি

চলতি বছর ধারে ইনাকি পেনাকে গালাতাসাইয়ে পাঠিয়েছে বার্সেলোনা। তুর্কির ক্লাব থেকে এই গোলকিপারকে ফিরিয়ে আনবে ব্লুগ্রানাররা। মার্ক আন্দ্রে টের স্টেগানের বিকল্প হিসেবে কাজে লাগানো হবে তাকে। কারণ আরেক গোলকিপার নেতোর সাথে ক্লাবের চুক্তি শেষ হবে ২০২৩ সালের মাঝামাঝিতে। এর আগে একবার ক্লাব ছাড়তে চেয়েছিলেন এই ব্রাজিলিয়ান।

রাইট ব্যাকে বর্তমানে আছেন দানি আলভেজ, সার্জি রবার্তো, সার্জিনো দেস্তরা। চুক্তি নবায়ন করলেও শেষের জনের চলে যাওয়ার সম্ভাবনা আছে। সিজার আজপিলিকুয়েতাকে এনে সে জায়গা পূরণ করার দিকেই এগোচ্ছে কাতালুনিয়ার ক্লাবটি।

4 starsফরোয়ার্ডে বার্সার মূল লক্ষ্য লেভা

সেন্টার ব্যাকে এরিক গার্সিয়া, জেরার্ড পিকে এবং রোনাল্ড আরাহো জাভির নতুন প্রকল্পের অংশ। চলে যাওয়ার তালিকায় আছেন ক্লেমেন্ট লেংলেট, স্যামুয়েল উমতিতি এবং অস্কার মিনগেসা। সেক্ষেত্রে চেলসি থেকে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের প্রত্যাশিত আগমনের সাথে পজিশনটি সম্পূর্ণ হবে।

বার্সেলোনার সবচেয়ে বড় সঙ্কট লেফট ব্যাকে। এই পজিশনে অভিজ্ঞদের মধ্যে আছেন কেবল জর্ডি আলবা। ক্লাব পজিশনটির জন্য অভিজ্ঞতা এবং দৃঢ়তাসম্পন্ন কাউকে সাইন করতে আগ্রহী। তালিকায় আছেন হোসে লুইস গায়া বা মার্কোস আলোনসোরা।

সার্জিও বুসকেটস হোল্ডিং মিডফিল্ডে বার্সেলোনার প্রথম পছন্দ। বর্তমান দলে ফ্রেঙ্কি ডি জং বা নিকোর মতো তার কিছু সম্ভাব্য বদলি রয়েছে। এসি মিলান থেকে ফ্রাঙ্ক কেসির আগমন অবস্থানকে আরও বাড়িয়ে দেবে।

সেন্ট্রাল মিডফিল্ডে ডি জং, পেদ্রি, নিকো এবং গাভিকে দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে বার্সেলোনা। গ্রীষ্মকালীন দলবদলে ডি জং চলে গেলে অন্য কাউকে নিয়োগ করতে হবে।

উসমানে ডেম্বেলের সাথে কী ঘটবে তার ওপর রাইট উইংয়ের বিষয়টা অনেকাংশে নির্ভর করে। ফরাসি তারকা যদি নতুন চুক্তি করেন তবে তিনি পজিশনটিতে প্রথম পছন্দ হবেন। ফেররান তরেসের সাথে ভাগাভাগি করে খেলবেন। যিনি এই মৌসুম বাম দিকে খেলছেন, পরের  মৌসুমে তিনি ডানদিকে খেলতে পারেন। ডেম্বেলে চলে গেলে কিছু বিকল্প সক্রিয় করতে হবে, যেমন রাফিনহা।

সেন্টার ফরোয়ার্ডের বর্তমান কেন্দ্রবিন্দু আউবামেয়াং। মার্টিন ব্রাথওয়েট চলে যাবেন বলে আশা করা হচ্ছে। লুক ডি জংয়ের ধারের মেয়াদ শেষ হবে। বাকি থাকবেন মেম্ফিস ডিপেই, আনসু ফাতিরা। ক্লাবের মূল উদ্দেশ্য হল ফরোয়ার্ডে রবার্তো লেভানডফস্কিকে নিয়ে আসা।

আনসু ফাতি, তরেস, ডিপেইদের ঘুরিয়ে ফিরিয়ে লেফট উইংয়ের কাজ চালানো যায়। স্বস্তির কথা হল, আসন্ন মৌসুমে ডিপেই কাতালুনিয়া ছেড়ে যেতে চান না। এজন্য পজিশনটির জন্য নতুন কাউকে নিয়ে ভাবতে হচ্ছে না জাভিকে।

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.

Sports, cricket, and football are popular topics in the world of sports. Cricket is a bat-and-ball game played between two teams of eleven players and is particularly popular in South Asian countries. Football, also known as soccer, is a team sport played with a spherical ball between two teams of eleven players and is widely popular worldwide. Sports enthusiasts follow the latest news, matches, tournaments, and leagues in these sports and analyze and comment on the performances of players and teams.