আগামীকাল শনিবার প্রথমবারের মতো ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯টি পদের বিপরীতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেলের ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনটির ভোট সংখ্যা ৭৯৫। 

e cabই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

করোনাকালে কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে যে আস্থার সংকট সৃষ্টি হয়েছিল তা থেকে উত্তরণ, উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা দূর করা এবং স্থায়ী কার্যালয় স্থাপনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। 

গত ২৮ মার্চ ই-ক্যাব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, মোট ৩৬ প্রার্থী নির্বাচনে মনোনয়োন সংগ্রহ করলেও ৫ জন প্রার্থী প্রত্যাহার করে নেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিন হেলালী। সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রাজ্জাক ও বজলুর রহমান। আপিল বোর্ডে রয়েছেন সাবেক শিক্ষা ও আইসিটি সচিব নজরুল ইসলাম খান।

আমিন হেলালী বলেন, নির্বাচন গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতা পেলে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন সম্ভব হবে এবং ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।

ই-ক্যাব ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ সালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সনদপ্রাপ্ত হয়।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.