মরণব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার ক্ষেত্রে সহায়তার জন্য রোবট উদ্ভাবন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল সাবেক শিক্ষার্থী। এটি শরীরের তাপমাত্রা নির্ণয়, চিকিৎসকের পরামর্শ পৌঁছানোসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে আসতে সক্ষম বলে জানা গেছে।

robot dr setaraরুয়েট শিক্ষার্থীদের তৈরি রোবট 'ক্যাপ্টেন সেতারা বেগম'

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) ডা. সেতারা বেগমের নামানুসারে এই রোবটটির নাম রাখা হয়েছে 'ক্যাপ্টেন সেতারা বেগম'। মুখের অবয়বও ডা. সেতারার মতো।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে মাত্র তিন মাসের চেষ্টায় রোববটি তৈরি করেছেন রুয়েটের সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের' সাত সদস্য। রোবটটি ৫ থেকে ১০ কেজি ওজন বহন করতে সক্ষম। পাশাপাশি টানা এক থেকে দেড় ঘণ্টা কাজ চালিয়ে যেতে সক্ষম।

হাসপাতালের করোনা ওয়ার্ডে ট্রায়াল শেষে বাণিজ্যিকভাবে এ রোবট তৈরি করা হবে জানিয়ে সংগঠনটির সদস্যরা বলছেন, করোনা আক্রান্ত রোগীর কাছে না গিয়ে ওষুধ সরবরাহ ও তথ্য সংগ্রহের কাজে এটি তৈরি করা হয়েছে। রোবটটি মূলত চিকিৎসক ও নার্সদের সহযোগী হিসেবে হাসপাতালে কাজ করবে।

robot dr setara1রুয়েট শিক্ষার্থীদের তৈরি রোবট 'ক্যাপ্টেন সেতারা বেগম'

এক্ষেত্রে চিকিৎসককে সব সময় আর রোগীর কাছে যেতে হবে না। তিনি তার কক্ষ বা অন্য কোথাও বসে কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে রোবটটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে করে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা আরো উন্নত হবে।

উদ্ভাবক দলের প্রধান ফারজাদুল ইসলাম বলেন, ভাইরাস সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে না গিয়েও তাকে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে পারবে। বিশেষ করে ওষুধ, খাদ্য ইত্যাদি সরবরাহ। রোবটটিতে ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার সংযুক্ত করা আছে। ফলে এটির সেন্সরের সামনে রোগীর মাথা রাখলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মনিটরে দেখা যাবে। ইন্টারনেট সংযোগ থাকলেই একে নিয়ন্ত্রণ করা যাবে।

এ বিষয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ বলেন, এটি মাঠপর্যায়ের পরীক্ষায় সফল হলে করোনা চিকিৎসায় বেশ ভূমিকা রাখবে এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নেবে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.