advertisement
আপনি দেখছেন

বিশ্বব্যাপী করোনার মহামারির মধ্যেও মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিক্রি বেড়েছে ৫৪ শতাংশ। সেইসঙ্গে ইনকাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। চলতি বছরের প্রথম কোয়ার্টারে (তিন মাস) কোম্পানিটির অবস্থার এমন উন্নতি হয়েছে।

apple income doubles

তুর্কি বার্তা সংস্থা আনাদুলু বলছে, গতকাল বুধবার অ্যাপল যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি ২০২১ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) মার্কিন প্রযুক্তি কোম্পানিটির আয় হয়েছে ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের চেয়ে যা ১১১ শতাংশ বেশি। আগের বছরের প্রথম তিন মাসে আয় হয়েছিল ১১ দশমিক ২ বিলিয়ন ডলার।

apple income doubles inner

অ্যাপল জানিয়েছে, আলোচ্য সময়ে নেট বিক্রি হয়েছে প্রায় ৮৯ দশমিক ৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা ৫৪ শতাংশ বেশি। ওই সময় নেট বিক্রি ছিল ৫৮ দশমিক ৩ বিলিয়ন ডলার।