বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ ভারতেও বায়োমেট্রিক ডাটা সহ সচিত্র পরিচয়পত্র চালু করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই সংক্রান্ত একটি বিল বুধবার রাজ্যসভায় পেশ করা হয়েছে বলেও জানা গেছে।

bio metric sim registration started in bangladesh

দেশটির ইন্টারনেট অ্যাক্টিভিস্টদের একটা বড় অংশ বায়োমেট্রিক পদ্ধতিতে আধার নামে এই জাতীয় পরিচয়পত্র চালু করাকে ব্যক্তিগত গোপনীয়তার জন্য একটি বড় বিপদ বলে মনে করছেন।
ইতোমধ্যেই দেশটির দ্য সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি এই পদক্ষেপকে নাগরিকদের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপের সামিল বলে বিবৃতি প্রদান করেছে।

পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায়ও বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র চালু নিয়ে কম জল ঘোলা করা হয় নি। এরইমধ্যে এটি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে সরকার।

এমপি আসাদুদ্দিন ওয়াইসি আধার কার্ডের ব্যাপারে সন্দেহ পোষণ করে বলেন, জাতীয় নিরাপত্তার নামে সরকার এই বিলের অপব্যবহার করতে পারে। আধার কার্ডের জন্য সংগৃহীত বায়োমেট্রিক তথ্য অন্য কাজে ব্যবহার করতে পারে। বলা হচ্ছে থানায় গিয়ে এফআইআর করা থেকে হাসপাতালে ভর্তি হওয়া, সব কাজেই এই কার্ড লাগবে। সেই জন্যই আমি মনে করি এই বিল ভারতে একটি পুলিশ-রাষ্ট্রের জন্ম দিতে যাচ্ছে।’

এছাড়া ন্যাশনাল ল ইউনিভার্সিটির বহু গবেষকও এই বিলের বিরোধিতা করেছেন। সিআইএসের গবেষণা প্রধান সুমন্দ্র চট্টোপাধ্যায় বলেন, আঙুলের ছাপ, চোখের স্ক্যান বা ডিএনএ-র মতো বায়োমেট্রিক ডেটা যদি একবার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অন্য কারও হাতে পড়ে তাহলে আমি যে আসলে আমিই তা প্রমাণ করার কোনও উপায় থাকে না।

বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংগ্রহের ধরণ সম্পর্কে সবার অস্পষ্ট ধারনা এর বিরোধিতার মূল কারণ। এদিকে ভারত সরকারও বিলটি নিয়ে অনড় অবস্থানে রয়েছে। এরইমধ্যে এটিকে অর্থ বিলের আকারে পেশ করা হয়েছে, যাতে এতে কোনও পরিবর্তন না আনা যায়। বাংলাদেশ ও ভারত এই দুদেশের সরকারই বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংগ্রহকে দেশের নাগরিকের কল্যাণকর বলে প্রচার করছে।

 

আপনি আরও পড়তে পারেন

অর্থমন্ত্রী: বাংলাদেশ ব্যাংকের বড় ধরনের সংস্কার প্রয়োজন

রাষ্ট্রদূত: আরব আমিরাতে সব ভিসা বন্ধ নয়

বিএনপির কাউন্সিলে শেখ হাসিনা ও আশরাফকে আমন্ত্রণ

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.