advertisement
আপনি দেখছেন

গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরে বিদায় নেয় ভারত। তারপর থেকেই ক্রিকেটে অনুপস্থিত মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের পরই উইন্ডিজ সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ধোনি। তারপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরেও ধোনিকে ডাকেনি নির্বাচকরা।

ms dhoni sourav ganguly

আর তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে, তাহলে কী আর ফেরা হচ্ছে না ভারতের সবচেয়ে সফল অধিনায়কের? এই প্রশ্নের উত্তর জানা নেই ধোনিভক্তদের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড জানে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি জানালেন, ধোনির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তারা। তবে সেটা এখনই সবাইকে জানানো হবে না। সময় এলেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমরা সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। তবে সেটা সবার সামনে বলার জিনিস নয়। এমএস ধোনির ভবিষ্যৎ নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তা সময় হলেই আপনারা জানতে পারবেন।’

বিসিসিআই প্রধান বলেন, ‘বোর্ড, নির্বাচকরা ও ধোনি সবাই এই সিদ্ধান্তের বিষয়ে সৎ ছিল। ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে তা অবিশ্বাস্য। এমন এক বিজয়ীর বিষয়ে যখন সিদ্ধান্ত নিতে হয় তখন কিছু বিষয় গোপন রাখা উচিত। আগামী তিন মাসের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে।’