advertisement
আপনি দেখছেন

তিন টি-টোয়েন্টি এবং দুই টেস্ট খেলতে গত ২৫ নভেম্বর অকল্যান্ড পৌঁছে পাকিস্তান ক্রিকেট দল। এরপর করোনা আক্রান্ত হন দলটির ৬ খেলোয়াড়। আরও একদফা দুঃসংবাদ শুনতে হলো তাদের। এবার মরণঘাতী এই ভাইরাস পাওয়া গেলো আরও এক জনের শরীরে।

pakistan team

আজ (২৮ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, ‘সফরকারী দলের (পাকিস্তান) আরও একজন করোনা পজিটিভ। আগের ছয় জন ছাড়া বাকিদের নেগেটিভ এসেছে।’ তবে আক্রান্ত ক্রিকেটারের নাম জানায়নি তারা।

সফরে পাকিস্তানের ঘোষিত দল: বাবর আজম (অধিনায়ক), আজহার আলি, শান মাসুদ, আবিদ আলি, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, জিশান মালিক, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলি, হারিস সোহেল, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, উসমান কাদির, ইয়াসির শাহ, জাফর গোহার, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, ওয়াহাব রিয়াজ, রোহাইল নাজির, আমাদ বাট, ইমরান বাট।

sheikh mujib 2020