advertisement
আপনি পড়ছেন

বিপিএলের অষ্টম আসরে শক্তিশালী দল গড়েছিল ফরচুন বরিশাল। ঢাকায় প্রথম পর্বে অবশ্য প্রত্যাশিত রেজাল্ট পায়নি সাকিব আল হাসানের দল। তিন ম্যাচের দুটিতেই হেরে গিয়েছিল দলটি। চট্টগ্রামে আগামীকাল মাঠে নামবে বরিশাল। খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার আগে দলটির শক্তির বহরও বেড়েছে।

joseph heinফিরে যাচ্ছেন জোসেফ আর আসলেন হেইন, ফাইল ছবি

আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান ইতোমধ্যে দলে যোগ দিয়েছেন। রহস্য স্পিনার খ্যাত মুজিবকে নিয়ে কাল খেলবে বরিশাল। তবে দলটিতে কিছু পরিবর্তনও আসছে। কাল ম্যাচ খেলেই চলে যাবেন আলজারি জোসেফ। ক্যারিবিয়ান এ ফাস্ট বোলার চট্টগ্রাম থেকে ভারতে চলে যাবেন। ভারত সফরের উইন্ডিজ দলে যোগ দিবেন তিনি। সফরে ভারতের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে শুক্রবার বরিশাল উড়িয়ে এনেছে ইংল্যান্ডের ক্রিকেটার স্যাম হেইনকে। ২৬ বছর বয়সী এ ক্রিকেটার মূলত ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও ৮১টি টি- টোয়েন্টি খেলেছেন তিনি। ১৭ হাফ সেঞ্চুরিতে ২ হাজার ৩৮৬ রান করেছেন। ৩৭.২৮ গড়ের সঙ্গে তার স্ট্রাইক রেট ১২৮.১৪।